পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ত্রয়োদশ সম্ভার).djvu/৩৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२s चचेिनैौ क्ख ८ब्रांछ, कांत्रौघांü, & - কলিকাতা। ১১ই কাৰ্ত্তিক, ১৩৪৩ কল্যাণীয়েৰু-বিজু কাল বাড়ি থেকে এখানে এসে তোমার চিঠি পেলুম। ভাড়াতাড়ি ফিরে আসতে হলো তার কারণ বড় বেং নিওমোনিয়ায় শয্যাগত হয়েছেন সেখানে খবর গিয়ে পৌঁছলো। তবে বাড়াবাড়ির ব্যাপার নয়,—আশা হয় শীঘ্রই সেরে উঠবেন। নইলে গরীব মানুষ, কলকাতার চিকিৎসার বিরাট ব্যয়ভার বইতে পারবো না। আমার একষটি বছরের প্রারম্ভকে কবি আশীৰ্ব্বাদ করেছেন। অকৃপণ ভাষায়, মন খুলে মঙ্গল কামনা করেছেন। ‘আনন্দবাজার’ পত্রিকায় যেটুকু প্রকাশিত হয়েছিল সেটা তোমাকে পাঠালাম। র্তার নিজের হাতে লেখাটি আমাকে দিয়েছেন, তুমি এলে তার অন্যান্ত পত্রের মত এখানিও তোমাকে রাখতে দেবো। তখন কিন্তু এই পত্রাংশটুকু আমাকে ফিরিয়ে দিও। আমি ভাল নই বটে, তবে পূর্বের চেয়ে জনেক সেরে গেছি। জরটা গেছে। তুমি আমার আশীৰ্ব্বাদ নিও এবং দাদারা যদি কেউ থাকেন আমার আস্তরিক শুভেচ্ছা দিও। শুভার্থী— ঐশরৎচন্দ্র চট্টোপাধ্যায়

  • রবিবাসরের উদ্যোগে উদয়ন-সম্পাদক অনিলকুমার দে সাহিত্যবন্ধুর বেলিয়ঘাটাস্থ প্রফুল্লকানন" নামক উষ্ঠানবাটীতে শরৎচন্ত্রের ৭১তম জন্মতিথি উদযাপিত হয় । রবীন্দ্রনাথ স্বয়ং এই সভায় উপস্থিত থেকে সেদিন এক লিখিত অভিভাষণে শরৎচন্দ্রকে অভিনন্দন জানিয়েছিলেন। রবীন্দ্রনাথের স্ববিধামত ৩১শে ভাদ্র সভা না হয়ে ২৫শে আশ্বিন সভার অনুষ্ঠান হয়েছিল । কবির এই অভিনন্দন বাণীটি এখানে উদ্ধৃত করা হোল :

কল্যাণীয় শরৎচন্দ্র, তুমি জীবনের নির্দিষ্ট পথের প্রায় দুই-তৃতীয়াংশ উত্তীর্ণ হয়েছে। এই উপলক্ষ্যে তোমাকে অভিনন্দিত করবার জন্তে তোমার বন্ধুবর্গের এই আমন্ত্রণ সভা। বয়স বাড়ে, আস্থর সঞ্চয় ক্ষয় হয়, তা নিয়ে আনন্দ করবার কারণ নেই। वांनन कब्रि यथन ८शशि छौवहनग्न श्रृंबिभडिङ्ग अद्भन्न छौबट्नञ्च लांटनच्च s । अनाथनाक यूथानांषाitब्रब्र छोरुनाव । ९ । . नंबरछद्रवत्र बो श्ब्रिचद्रौ cरदौ । 86°F