পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/১৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

वकूरéब्र छेहेल বাড়ির বুড়া কি কাজে বাহিরে যাইতেছিল, মনিবের ডাকাডাকিতে কাছে জাসিবামাত্র গোকুল চক্ৰবৰ্ত্তীর প্রতি চাহিয়া কহিল, একে জিজ্ঞেস করে দেখ।—কি বলিস হাবুর মা, মাকে আমার সঙ্গে কথা কইতে আর দেখচিস্ ? স্বমুখে পড়লে বরং মূখ ফিরিয়ে নিচ্ছেন ত ? হাবুর মা কিছুই জানিত না। সে মূঢ়ের মত ক্ষণকাল চাহিয়া থাকিয়া, অবশেষে একটু ঘাড় নাড়িয়া মনিবের মন রাখিয়া নিজের কাজে চলিয়া গেল। সত্যি মিথ্যে শুনলে ত —বলিয়া চক্ৰবৰ্ত্তীর প্রতি একটা ইসারা করিয়া গোকুল অঙ্কজ চলিয়া গেল । সেদিন পাড়ার যে-কেহ দেখাশুনা করিতে আসিল, তাহারই কাছে সে বিমাতার বিরুদ্ধে নালিশ করিয়া পুনঃ পুনঃ এই কথাই বলিয়া বেড়াইতে লাগিল, আমি সতীন-পো বই ত নয়! কাজেই বাবা মরতে-না-মরতেই দু’চক্ষের বিষ হয়ে দাড়িয়েচি ! সন্ধ্যার সময় বাড়ির ভিতরে আসিয়া ভবানীকে লক্ষ্য করিয়া বলিল, আমার এত দায় পড়ে যায়নি যে, লোকজন পাঠিয়ে বৰ্দ্ধমান থেকে ছোটপিসীমাদের আনতে যাব। এত গরজ নেই—আসতে হয় তিনি নিজে আসবেন । ভবানী মুখ তুলিয়া মৃদুকণ্ঠে কহিলেন, সেটা কি ভাল কাজ হবে গোকুল ? গোকুল তীব্ৰকণ্ঠে বলিল, ভালো-মন্দ জানিনে। দু'হাতে টাকা ওড়াবার জামার সাধ্যি নেই। তুমি এ-নিয়ে আমাকে আর জেদ ক’রো না তা বলে দিচ্চি। ইহাদিগকে আনাইবার জন্য ভবানীই কাল গোকুলকে আদেশ করিয়াছিল। এখন আর কিছু বলিলেন না, চুপ করিয়া হাতের কাজে মন দিলেন। তথাপি গোকুল স্বমুখে পায়চারি করিতে করিতে বলিতে লাগিল, আনো বললেই ত আনতে পারিনে মা। ধার-কঙ্গ করে ত আমি ডুবে যেতে পারব না। ভবানী অস্ফুট-স্বরে বলিলেন, বেশ ত গোকুল, ভাল বোঝ–নাই বা সেখানে লোক পাঠালে। গোকুল বলিতে বলিতে চলিয়া গেল, এখন থেকে আমাকে বুঝতেই হবে যে ! আমার কি আর আপনার মা আছে ! আমি ম’লেই বা কার কি—কে আর আমার আছে ! এখন নিজেকে নিজে সামলানো চাই। টাকা-কড়ি বুঝে-মুঝে খরচ করা দরকার। নিজের মা ত নেই।—বলিয়া সে চলিয়া গেল। তাহার টাকা-কড়ি বিষয়-সম্পত্তিতে অকস্মাৎ এতবড় আসক্তি দেখিয়া ভবানী নিঃশব্দে নিশ্বাস ফেলিলেন। কিন্তু গোকুল তৎক্ষণাৎ ফিরিয়া আসিয়া কহিল, আমি কি বুঝিনে ? এটা তোমার রাগের কথা নয় ? কাল নিজে তুমি বললে, গোকুল, তোর পিসীমাদের লোক 3 ఫి తి