পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/২৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

अंग्र९-नांहेिष्ठा-न९@iश् তোলে অমনি মাথায় পড়ে টিল। আবার সে মারে ডুব। আবার ওঠে, জাবার মাথায় পড়ে ঢ়িল । লতিফ মিঞা জল খেয়ে আর ইট খেয়ে আধ-মরা হয়ে পড়ল। সে যতই হাত জোড় করে বলতে চার সে ছেলে-ধয়া নয়, ছেলে ধরতে আসেনি,—ততই লোকের রাগ জার সঙ্গেহ বেড়ে যায়। তারা বলে নইলে ওর গাল-পাট্টা কেন ? ওর পাগড়ী কিসের জন্ত ? ওর মুখময় এত সিদ্ধির এলো কোথা থেকে ? পাগড়ী তার খুলে গেছে, গাল-পাট একধারে খুলচে-কপালের সিদ্ধর জলে ধুয়ে মুখময় লেগেচে । এ-সব কথা সে পাড়ের লোকদের বলেই বা কখন, শোনেই বা কে ! ততক্ষণে কতকগুলি উৎসাহী লোক জলে নেমে লতিফকে টেনে হিচড়ে তুলেচে —সে কাদতে কাদতে কেবলই জানাচ্চে, সে লতিফ মিঞা, তার ভাই মামুদ মিঞা— তার ছেলে-ধরা নয় । এমন সময় আমি যাচ্ছিলুম সেই পথে—হাঙ্গামা শুনে নেমে এলুম পুকুর-ধারে । আমাকে দেখে উত্তেজিত জনতা আর একবার উত্তেজিত হয়ে উঠল। সবাই সমস্বয়ে বলতে লাগল, তারা একটা ছেলে-ধরা ধরেচে। লোকটার অবস্থা দেখে চোখে জল এলো, তার মুখ দিয়ে কথা বেরোবার শক্তি নেই-গাল-পাটায়, পাগড়ীতে সি দুয়েরক্তে মাখামাথি —শুধু হাত-জোড় করচে অার কাচে । জিজ্ঞাসা করলুম, ও কার ছেলে চুরি করেচে ? কে নালিশ করেচে ? তার বললে, তা কে জানে ? স্থেলে কৈ ? তাই বা কে জানে ? তবে এমন করে যায়চো কেন ? কে একজন বুদ্ধিমান বললে, ছেলে বোধ হয় ও প্যকে পুতে রেখেচে । রাত্তিরে তুলে নিয়ে যাবে। বলি দিয়ে পুলের তলায় পুতরে । বললুম মরা ছেলে কখনো বলি দেওয়া যার ? তারা বলল, ময়া হবে কেন, জ্যান্ত ছেলে। ...পাকে পুতে রাখলে ছেলে জ্যাস্ত থাকে কখনো ? . যুক্তিটা তখন অনেকের কাছেই সমীচীন বোধ হ'লো। এতক্ষণ উত্তেজনার মুখে লে-কথা কেউ ভাববারই সময় পায়নি । - বললুম, ছাড় ওকে। লোকটাকে জিজ্ঞেস করলুম-মিঞা, ব্যাপারটা সত্যি কি श्वश् ड् " ♥ግቧ