পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/৩৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পত্র-সঙ্কলন তত্ত্ব, ভাৰী-কালের তোমরা এই আভাসটুকু হয়ত পাবে ষে নোঙর না করেও অতিআধুনিক সাহিত্য লেখা চলে। কেবল কোমল, পেলব রসাচুভূতিই নয়, intellectএর বলকারক আহার্ঘ্য পরিবেশন করাও আধুনিক কালের রস-সাহিত্যের একটা বড় কাজ। এর পরে তোমরাও যখন লিখবে তোমাদেরও অনেক পড়তে হবে, অনেক চিন্তা করতে হবে। শুধু চিত্ত-বিনোদনের হাৰা ভাবটুকু বয়ে দিয়েই অব্যাহতি পাবে না। জেলের মধ্যে আছে, হাতে সময় অপরিসীম, এ বৃথা যেন নষ্ট ক’রে না, এই তোমার প্রতি আদেশ । এই নির্জন বাস পরবর্তী কালে যেন তোমার কল্যাণের দ্বার মুক্ত করে দিতে পারে। বছর সাহচর্ঘ্যে বহু মানবকে যেন চিনতে পারে । মানুষের স্বরূপের জ্ঞানটাই সাহিত্যের আসল মালমসলা । এই সত্যটি কোনদিন ভুলো না।••••••ইতি ৪ঠা জ্যৈষ্ঠ, ও৮* लडांझूथjांद्रौ ঐশরৎচন্দ্র চট্টোপাধ্যায় কল্যাণীয়েৰু, 睿 সামতাবেড় ভাই কালিদাস, তোমার চিঠি পেলাম। আমার একটা দুর্নাম আছে যে আমি জবাব দিইনে। নেহাৎ মিথ্যে বলতে পারিনে, কিন্তু ষে বিষয়টি নিয়ে তুমি নিমন্ত্রণ পাঠিয়েছে, তারও যদি সাড়া না দিই তো শুধু ষে অসৌজন্তের অপরাধ হবে তাই নয়, কোনদিক থেকেই ধে যতীনকে সমাদর করবf; অংশ নিতে পারলাম না, সে ছুঃখের অবধি থাকবে না। অনেকেই জানে না ষে যতীনকে { কবি যতীন্দ্রমোহন বাগচী ] আমি সত্যিই ভালোবাসি। শুধু কেবল কবি বলে নয়, তার ভেতরে এমন একটি স্নেহসরস বন্ধু-বংসল ভদ্র মন আছে যে, তার স্পর্শে নিজের মনটাও তৃপ্তিতে ভরে আসে । ৰতীন জানেন, আমি তার কবিতায় একান্ত অনুরাগী। যখন যেখানেই তাদের দেখা পাই, বার বার করে পড়ি। স্কিন্ধ সকরুণ নিকুল ছন্দগুলি কানে কানে যেন কত কি বলতে থাকে । কারও সম্বন্ধেই নিজের অভিমত আমি সহজে প্রকাশ করিনে—আমার সঙ্কোচ ৰোধ হয়। ভাবি আমার মতামতের মূল্যই বা কি, কিন্তু যদি কখনো বলতেই হয় S0S cS C SAAA BB BB BB SBBBS BBB BBBD DBBBB DBB BBB BBBS valvo?