পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দশম সম্ভার).djvu/৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

cयांप्लऔ এককড়ি । (তিক্ত-কণ্ঠে) কে জানে! জনাৰ্দ্দন। কে জানে কি হে । পুলিশে খবর দেওয়ার কথাটা তাকে বলেছিলে ? এককড়ি। পারেন, আপনিই বলুন না। জনাৰ্দ্দন। ব্যাপার কি এককড়ি ? এককড়ি । কে জানে কি ব্যাপার। না আছে মেজাজের ঠিক, না পাই কোন কথার ঠিকানা। তারা ঠাকুরকে তেড়ে মারতে গেলেন, আমাকে পাঠাতে চাইলেন জেলে— শিরোমণি । অত্যধিক মদ্যপানের ফল। হুজুর কি এখনি ফিরে আসবেন মনে হয় ? এককড়ি। বুঝলেন রায়মশাই, মিথ্যে সন্দেহ করে সাগর সর্দারের নাম পুলিশে জানানো চলবে না । জনাৰ্দ্দন । মিথ্যে সন্দেহ কি হে ? এ যে একরকম স্পষ্ট চোখে দেখা ! শিরোমণি । একেবারে প্রত্যক্ষ বললেই হয় । এককড়ি । বেশ, তাই একবার বলে দেখুন না ? - জনাৰ্দ্দন। বলবই ত হে। নইলে কি গুষ্ঠিবর্গ মিলে পুড়ে কয়লা হবো! ষোড়শীকে তাড়ানোর কাজে আমিও ত একজন উদ্যোগী । শিরোমণি । আমার কথাই না কোন তারা শুনেচে ! জনাৰ্দ্দন । যারা এতবড় জমিদারের বাড়িতে আগুন দিতে পারে তারা পারে না कि ? এককড়ি । আমিও তাই ভাবি । জনাৰ্দ্দন । ভেবো পরে। এখন শীঘ্র কিছু একটা করে । এখানে যদি প্রশ্রয় পায় ত আমাকে ঘরে শিকল দিয়ে মানকচুর মত সেদ্ধ করে ছাড়বে। শিরোমণি । ব্যাটার গুরুর দোহাই মানবে না। ডাকাত কি না । হয়ত বা ব্ৰহ্ম-হত্যাই করে বসবে ! ( শিহরিয়া উঠিলেন ) জনাৰ্দ্দন। আর শুধু কি কেবল বাড়ি ? আমার কত ধানের গোলা, কত খড়ের মল্লাই, সব-শুদ্ধ যদি— শিরোমণি । দেখ ভায়, আমি বরঞ্চ দিন-কতক শিন্যবাড়ি থেকে ঘুরে আসি গে। জনাৰ্দ্দন। কিন্তু আমার ত শিক্সবাড়ি নেই ? অামার থাকলেও ত ধানের গোলা, খড়ের মরাই নিয়ে শিষ্যবাড়ি ওঠা যায় না ? শিরোমণি । না। গেলেও ও-সকল ফিরিয়ে আনা কঠিন । আজকালকার শিক্স-সেবকদের মতি-গতিও হয়েচে অন্ত প্রকার । bro