পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/২৭০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ সবিতা বলিলেন, ন এমন কিছুই হয়নি। আরতি দেখবো সঙ্কল্প যখন করেচি, না দেখে যাবে না । প্রান্তরের প্রান্তে তুর্ধ্য অস্তাচলে নামিয়া গেলেন। গাঢ় রাঙা আলোয় নীল আকাশ, সবুজ মাঠ আরক্তিম হইয়া উঠিল। কুলায়গামী পাখীর কলকোলাহলে বৃন্দাবনের গাছপালা ও কুঞ্জ মুখরিত হইয়া উঠিয়াছে। সবিতা স্তন্ধ হইয়া মাঠের প্রান্তে অঙ্কমনস্ক দৃষ্টি মেলিয়া বলিয়া আছেন। বিমলবাবু নীরবে সংবাদপত্র পাঠ করিতেছেন। ক্রমে সন্ধ্যা ঘনাইয়া আসিল । কাগজ হইতে মুখ তুলিয়া বিমলবাৰু বলিলেন, চলে, এইবার মন্দিরে যাই। পরে গেলে ভিড়ে হয়তো তোমার ঢুকতে কষ্ট হতে পারে । সবিতা স্বপ্তোখিতের স্থায় সচকিতে ফিরিয়া চাহিয়া বলিলেন, চলো । গাড়িতে উঠিয়া বসিয়া হঠাৎ কি ভাবিয়া বলিলেন, দেখে, একটু পরেই না হয় प्रमिtद्र यात्रा आयब्र! । भाइडिग्न कैंगिद्र-घ* cबाज ऐंठूक भारण। छिाफ़ ७शन আর কি কষ্ট হবে ? বিমলবাবু প্রতিবাদ কংিলেন না। গাড়ি এদিক সেদিক খানিক ঘূরিবার পরই আলোকিত গোবিন্দজীর মন্দিরে আরতির বাজনা বাজিয়া উঠিল। বিমলবাবুরা মন্দিরে প্রবেশ করিলেন । g গোবিন্দজীর আরতি হইতেছে। সবিতা বিগ্রহ-মূৰ্ত্তির সম্মুখে দাড়াইয়া গলবস্ত্রে আরতি দর্শন করিতেছেন। কিন্তু তাহার দৃষ্টি বিগ্রহের প্রতি স্থির নয়, আশে-পাশে চঞ্চল। হঠাৎ দৃষ্ট পড়িল, সেই বারাদারই এককোণে ব্ৰজবাৰু যুক্তকরে দাড়াইয়া নিম্পলক নয়নে আরতি দর্শন করিতেছেন । ওষ্ঠাধর মৃত্ব মৃদ্ধ কঁাপিতেছে, নাম জপ করিতেছেন সম্ভবত: | আরতি সমাপ্ত হইলে ভিড় কমিয়া গেল । বিমলবাবু অগ্রসর হইয়া ব্ৰজবাবুর পদধূলি গ্রহণ করিলেন । সর্পদষ্টবং সরিয়া গিয়া ব্ৰজবাৰু বলিয়া উঠিলেন, গোবিন্দ ! গোবিন্দ ! এ কি ! প্রভূর মন্দিরে আমাকে প্রণাম ! মহাপাপে পাপী হলাম যে ! বিমলবাবু অপ্রভত হইয়া বলিলেন, আমি জানতাম না মন্দিরে প্রণাম করতে नाई । चम कक्रब ।। গোবিন্দ, গোবিদ, আপনি জামাদের বিমলবাবু না ? চলুন চলুন, আঙিনায় তুলসীকুঞ্জের দিকে গিয়ে বলি। विश्णबाबू वणिाणम, झनून । ব্ৰজবাৰু বিগ্রহ-মূৰ্ত্তির সম্মুখে সাষ্টাঙ্গ প্ৰণিপাতে শুইয়া পড়ির বারংবার আপনার मांनाकf मणिब इब्राउ षा बियणषाबूद्र अषाय-बनिष्ठ थणब्राश्ब्रहे यार्बना छिच কল্লিতে লাগিলেন । {tse