পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/৩০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ছাৰ ब-८चांछ ७कफैो शैर्षनिचांग cकनिद्रां यजिण, शांक डांजरे श्रेब्रांप्छ । ७थन छैनहट्स গিয়া গুইয়া পড়িবে চল । কিন্তু আজ যে আমাকে যাইতেই হুইবে । এই জর লইয়া ? এ কি তুমি সত্যই বিশ্বাস কর, তোমাকে আমি এই অবস্থায় ছাড়িয়া দিব ? এই বলিয়া সে কাছে আসিয়া আবার হাত ধরিল। এবার বাথিন বিস্ময়ে চাহিয়া দেখিল, মা-শোয়ের মুখের চেহার একমুহূর্তেই একেবারে পরিবর্তিত হইয়া গিয়াছে। সে মুখে বিষাদ, বিদ্বেষ, নিরাশা, লজ্জা, অভিমান কিছুরই চিহ্নমাত্র নাই। আছে শুধু বিরাট স্নেহ ও তেমনি বিপুল শঙ্কা। এই মূখ তাহাকে একেবারে মন্ত্ৰমুগ্ধ করিয়া দিল। সে নি:শৰে ধীরে ধীরে তাহার পিছনে পিছনে উপরে শয়ন-কক্ষে আসিয়া উপস্থিত হইল। তাহাকে শয্যায় শোওয়াইয়া দিয়া মা-শোয়ে কাছে বসিল, দুটি সজল দৃপ্ত চক্ষু তাহার পাণ্ডুর মুখের উপর নিবন্ধ করিয়া কহিল, তুমি মনে কর, কতকগুলো টাকা জানিয়াছ বলিয়াই আমার ঋণ শোধ হইয়া গেল ? মান্দালয়ের কথা ছাড়িয়া দাও, আমার হুকুম ছাড়া এই ঘরের বাহিরে গেলেও আমি ছাদ হইতে নীচে লাফাইয়া পড়িয়া আত্মহত্যা করিব। আমাকে অনেক দুঃখ দিয়াছ, কিন্তু আর দুঃখ কিছুতেই সহিব না, এ তোমাকে আমি নিশ্চয়ই বলিয়া দিলাম। বা-থিন আর জবাব দিল না । গায়ের কাপড়টা টানিয়া লইয়া একটা দীর্ঘশ্বাস কেলিয়া পাশ ফিরিয়া শুইল । w हैD%