পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/৩৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰন্থ কাকে বলিব ? তোমাকে সাহায্য করিবার ইচ্ছা জামার খুবই প্রবল ছিল, কিণ্ড আর সাহস নাই। 'বিধবা' ছাড়া গল্প জমে না, এই যখন তোমাদের negative standard-তখন আমার আর কিছুমাত্র উপায় নাই ! তোমাদিগকেও একটা সামান্ত উপদেশ আমার দিবার আছে, ইচ্ছা হয় গ্রহণ করিয়ো, না হয় করিও না। তোমাদের পোষা লেখকগুলিকে যদি অমন ফরমাস দিয়া লেখাও, আর প্রতিপদে overseer-এর মত 'level’ দড়ি হাতে মাপ-জোক করিতে যাও, সমস্ত লেখাই আড়ষ্ট &n a otta uitimately failure & trol goso, or of বাহাদিগঞ্জে কবি’ বলিয়া মনে কর, তাহদের সমালোচনা কর, কিন্তু লেখাও প্রকাশ কর । লোককে ভাল মণী, দুইই বলিবার স্বয়োগ দাও-গাল দাও কিন্তু প্রকাশ হইবার পক্ষে অস্তস্থায় হইয়ে না। পাদরিদের hymn’ বা গীজর্ণর prayer’ শুধু যদি নিজেদের কাগজটাকে ক’রে তোল সে টিকসই হবে কি ? আমি অনেক কথা লিখিলাম—কিন্তু এখন ভয় হচ্ছে পাছে মনে কর আমার এই লেখার মধ্যে একটু রাগ বা জালা আছে। কিছুটি নেই। তুমি যে আমাকে সরলভাবে লিখেছ এতে আমি সত্যই কৃতজ্ঞ । এতে আমি বুঝতে পাচ্ছি, এমন অবস্থায় যিনি মিত্ৰ ন'ন তিনি কি বলবেন। অবশু বইটাকে immoral বলায় একটু দুঃখিত যে না হয়েছি তা নয়, কিন্তু উপায় কি ? ভিন্নরুচিহি লোক: । পথনিৰ্দ্দেশে’ গল্পটাই যখন immoral' ঠেকেছে (কারণ লিখেছ—এটা ঠাট্টা', কিন্তু কোনটা ঠাট্ট বোঝা ভার) তখন ‘চরিত্রহীন' এ ত স্পষ্টই নিশান এটে দিয়ে immoral করা হয়েছে। এও যাক । তোমার খবর কি ? খুব ব্যতিব্যস্ত হয়ে আছ না ? বাস্তবিক একটা মাসিক চালানো ভয়ঙ্কর শক্ত । কোন ক্রমশঃ উপন্যাস বায় হচ্ছে কি ? লেখক কে ? কিন্তু জলধর সেন টেনের বিশুদাদা টাঙ্গা অত্যন্ত একঘেয়ে হয়ে গেছে । আমাদের এখানেও বড় কম বাঙ্গালী নেই এবং যারা আছে তারা একটু বেশ বোঝে-সোজেও, কিন্তু ওসব জার কেউ পড়িতে চায় না। এমন কিছু বার করবার চেষ্টা কর যা—উজ্জ্বল। পতঙ্গ যেমন আগুনের পাশ থেকে মড়তে পারে না, আশা করি তোমরা যা বার করবে আমরা তাতে সেইরূপ আকৃষ্ট হয়েই থাকব । তা যদি না পার, কাগজ চালিয়ো মা। সেই খোড়-বড়ি— খাড়া আর খাড়া-বড়ি—খোড়ে আর আবগুকি কি ? আমার মনে আছে "দর্শনে যখন রবিবাৰু চোখের বালি' আর নৌকাডুবি বার হয় লোকে বেন দর্শনের আশা পথ চেয়ে থাকত। আসা মাত্রই কাড়াকড়ি পড়ে যেতো । তোমরা যদি কিছু কর, যেন এমনি successful হয়। কারণ তোমাদের resource বিস্তর—হাতে বিস্তর লোক আছে । এবং সবচেয়ে বেশী (টাকা ) জিনিসটাও আছে। শুনেছি, তোমাদের অনুষ্ঠান পত্র বার হয়েছে, খুব আশা করেছিলাম একটা পাব। বোধ করি পাঠাবার আর আবগুক বিবেচনা করনি। যাই হৌক তাতে কি কি ছিল 粤g够