পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বাদশ সম্ভার).djvu/৩৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্রই জামার উপর রাগ হইবে তখন স্মরণ করিয়ো। আর কি বলিব ! আমি ওখানে লেখা দিয়া আর অপ্রতিভ হইতে ইচ্ছা করি না । ওখানে ঢের বড়লোক লেখক, আমার জন্য এতটুকু এক তিলও ফাক পড়িবে না। ফণীও তোমার নাম করিয়াছে। বিস্তর সুখ্যাতি করিতেছিল। তোমার নিজের সংবাদ লিখিবে। আমার সংবাদ একই রকম । কখন ভাল, কখন মন্দ। রেজুন আর সহ হইতেছে না, প্রতি পদেই টের পাইতেছি। কিন্তু কোন উপায়ও দেখিতে পাইতেছি না। কি জানি এইখানের মাটি কেনা আছে কি না !—তোমার স্নেহের শরৎ ক্ষ 31. 5. 13. Rangoon. প্রমথনাথ—আজ তোমার পত্র পাইয়া আশ্চৰ্য্য হইলাম যে, আমার পূৰ্ব্বেকার পত্র তোমার হাতে যায় নাই। যদি এতদিনে গিয়া থাকে নিশ্চয়ই সমস্ত বুঝিয়াছ। এই ত ভাব । তার পরে আমার যাবার কথা। আগে চাকরির ব্যাপারটা বলি । আমাদের বড় সাহেব Newmarch, গোরা'তে রবিবাবু বলিয়াছেন “আমি মাধব চাটুয্যে নীলকরের গোমস্তা।" এর বেশী আর বলার আবশ্যক নাই। Newmarchও ঠিক তাই। ইনি এক বৎসর আসিয়া ৩৭ জন কেরাণীকে reduce করিয়াছেন। অপরাধ একজনের চিঠি despatch করিতে ৩ দিন দেরী হয়—আর একজনের একখান ১৫ দিনের পুরান চিঠি বার হয় এই রকম। এর দৌরাত্ম্যে Deputy Acctt. General Chanter Fitzę7, Dy. Acctt General $f5f5 afệnfg, Asst. Acctt. General TFTR, Asst. Acctt. General Mgset d ITTFs মধ্যে medical certificate দিয়ে পালাতে বাধ্য হয় । আমাদের প্রত্যেকের কাজ প্রায় দ্বিগুণ ক’রে দিয়ে আমাদের P. W. D. লোকদের নিজেদের অফিসে নিয়ে costs wrotox office hour, strictly with hardest labour from প্রমথনাথ ভট্টাচাৰ্য্যকে লিখিত । ene