পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বিতীয় সম্ভার).djvu/১১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্রীকান্ত মাসে দেড়শ টাকা মাহিনী তাহার মনঃপুত হইল না। কহিল, শুধু কি ওই মাইনেটই ওঁদের ভরসা তুমি মনে কর ? সবাই উপৃরিও কত পান ? কহিলাম, উপরিটা কি ? প্যালা ? আর সে কথা কহিল না, মুখ ভার করিয়া রাস্তার দিকে চাহিয়া বসিয়া রহিল। খানিক পরে বাহিরের দিকেই চোখ রাখিয়া বলিল, তোমাকে যতই দেখচি, ততই তোমার ওপর থেকে আমার মন চলে যাচ্ছে। তুমি ছাড়া আর আমার গতি নেই জানো ব'লেই আমাকে তুমি এমন ক’রে বেঁধে । এতদিনের পরে আজ বোধ করি এই প্রথম তাহার হাত দুটি জোর করিয়া নিজের হাতের মধ্যে টানিয়া লইলাম। তাহার মুখের পানে চাহিয়া কি যেন একটা বলিতেও চাহিলাম, কিন্তু গাড়ি আসিয়া স্টেশনের ধারে দাড়াইল । একটা স্বতন্ত্র গাড়ি রিজার্ত থাকা সত্বেও বন্ধু কিছু কিছু জিনিসপত্র লইয়া পূৰ্ব্বাহেই আসিয়াছিল। সে রতনকে কোচবাক্সে দেখিতে পাইয়া ছুটিয়া আসিয়া দাড়াইল । হাত ছাড়িয়া দিয়া সোজা হইয়া বসিলাম ; যে কথাটা মুখে আসিয়া পড়িয়াছিল, আবার তাহা নীরবে অস্তরের ভিতর গিয়া লুকাইল । আড়াইটার লোকাল ছাড়ে-ছাড়ে। আমাদের ট্রেন পরে। এমন সময়ে একটি প্রৌঢ়-গোছের দরিদ্র ভদ্রলোক একহাতে নানাজাতীয় তরি-তরকারির পুটুলি এবং অন্য হাতে দাড়গুদ্ধ একটি মাটির পাখি লইয়া শুধু প্লাটফরমের প্রতি লক্ষ্য রাখিয়া, দিগ্বিদিকজনশূন্ত ভাবে ছুটিতে গিয়া রাজলক্ষ্মীর গায়ে আসিয়া পড়িল। মাটির পুতুল মাটিতে পড়িয়া গুড়া হইয়া গেল। লোকটা হায় হায় করিয়া বোধ করি কুড়াইতে যাইতেছিল, পাড়েজী হুঙ্কার ছাড়িয়া একলম্ফে তাহার ঘাড় চাপিয়া ধরিল এবং বন্ধু ছড়ি তুলিয়া বুড়ে কানা ইত্যাদি বলিয়া মারে আর কি! আমি একটু দূরে অন্যমনস্ক ছিলাম, শশব্যস্তে রণস্থলে আসিয়া পড়িলাম। লোকটি ভয়ে এবং লজ্জায় বার বার বলিতে লাগিল, দেখতে পাইনি। মা, আমার ভারী অন্যায় হয়ে গেছে-- আমি তাড়াতাড়ি ছাড়াইয়া দিয়া বলিলাম; যা হবার হয়েচে, আপনি শীঘ্র যান, আপনার ট্রেন ছেড়ে দিল বলে। লোকটি তবুও তাহার পুতুলের টুকরা কয়টা কুড়াইবার জন্য বারকয়েক ইতস্ততঃ করিয়া শেষে দৌড় দিল, কিন্তু অধিক দূর ছুটিতে হইল না, গাড়ি ছাড়িয়া দিল। তখন ফিরিয়া আসিয়া সে আর একদফা ক্ষমা ভিক্ষা করিয়া সেই ভাঙা অংশগুলা সংগ্ৰহ করিতে প্রবৃত্ত হইল দেখিয়া, আমি ঈষৎ হাসিয়া কহিলাম, ওতে আর কি হবে ? লোকটি কহিল, কিছুই না মশাই । মেয়েটার অস্থখ–গেল সোমবার বাড়ি থেকে আসবার সময় বলে দিলে, আমার জন্যে একটি পাখি-পুতুল কিনে এনে না ! কিনতে গেলুম, ব্যাট গরজ বুঝে দর হাকলে কিনা—ছ আনা-তার একটি পয়সা Şe (t २झ-98