পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বিতীয় সম্ভার).djvu/১৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পল্পী-সমাজ সহসা রমার প্রতি দৃষ্টিপাত করিয়া বলিয়া উঠিলেন, তুমি যে সেই থেকে ঘাড় হেট করে চুপ করে বসে আছ মা ?-ই রমেশ তোর দু'ভাই-বোন কি কথাবার্তা বলিস্নে ?- না মা সে ক'রো না । ওর বাপের সঙ্গে তোমাদেল যা হয়ে গেছে সে ঠাকুরপোর মৃত্যুর সঙ্গেই শেষ হয়ে গেছে। সে নিয়ে তোমরা দু'জনে মনান্তব করে থাকলে ত কিছুতেই চলবে না । রম মুখ নীচু করিযাই মাস্তে আস্তে বলিল, আমি মনান্তর বাখন্তে চষ্টিনে জ্যাঠাইমা ! অকস্মাৎ তাহার মৃদুকণ্ঠ রমেশেব গষ্ঠীর উত্তপ্ত কণ্ঠস্বরে ঢাকিয়া গেল । সে উঠিয়। দাড়াইয়া বলিল এর মধ্যে তুমি কিছুতে থেকে ন জ্যাঠাইম । সেদিন কোন গতিকে ওঁর মাসীব হাতে প্রাণে বেঁচেছ, আজ আলব উনি গিয়ে যদি তাকে পাঠিযে দেন– একেবারে তোমাকে চিবিয়ে খেয়ে ফেলে তবে তিনি বাড়ি ফিরবেশ, বলিয়াই কেমরূপ বাদ-প্রতিবাদের অপেক্ষামাত্র না করিযাই দ্রুতপদে বাহির হইয়া গেল । বিশ্বেশ্বরী চেচাইয়া ডাকিলেন, যাস্নে রমেশ, কথা শুনে যা । রমেশ দ্বারের বাহিব হইতে বলিল, না জ্যাঠাইমা , যাবা অহঙ্কারের স্পৰ্দ্ধায় তোমাকে পর্য্যন্ত পায়ের তলায় মাড়িয়ে চলে তাদের হয়ে একটি কথাও তুমি বলে। না, বলিয়া তাঙ্কার দ্বিতীয় অনুরোধের পূর্বেই চলিয়া গেল । বিহালের মত রম কয়েক মুহূৰ্ত্ত বিশ্বেশ্বরীর পানে চাহিয়া থাকিয় কাদিয়া ফেলিল—এ কলঙ্ক আমার কেন জ্যাঠাইমা ? আমি কি মাসীকে শিখিয়ে দিই, না তার জন্য আমি দায়ী ? জ্যাঠাইমা তাহাব হাতখানা নিজের হাতের মধ্যে টানিয়া লইয়া সস্নেহে বলিলেন, শিখিয়ে যে দাও না এ কথা সম্মি । কিন্তু তার জন্যে দায়ী তোমাকে কতকটা হতে হয় বৈ কি মা ! রম অন্য হাতে চোখ মুছিতে মুছতে রুদ্ধ অভিমানে সতেজে অস্বীকার কবিয়া বলিল, কেন দায়ী ? কথখনো না। আমি যে এধ বিন্দুবিসর্গ৪ জানতাম না anসইম! তবে কেন আমাকে উনি মিথ্যে দোষ দিয়ে অপমান করে গেলেন ? বিশ্বেরী ইহ লইয়া আর তর্ক কুরিলেন না। ধীরভাবে বলিলেন, সকলে ত ভেতরের কথা জানতে পারে না মা । কিন্তু তোমাকে অপমান করবার ইচ্ছে ওর কখনো নেই, এ কথা তোমাকে আমি নিশ্চয় বলতে পারি। তুমি ত জান না মা, কিন্তু আমি গোপাল সরকারের মুখে শুনে টের পেয়েচি, তোমার ওপর কত শ্রদ্ধা, কত বিশ্বাস ; সেদিন তেঁতুলগাছটা কাটিয়ে দুঘরে যখন ভাগ করে নিলে, তখন ও কালে কৰা কান দেয়নি যে ওর তাতে অংশ ছিল। তাদের মুখের ওপর হেসে বলেছিল, চিন্তার কারণ নেই-বমা যখন আছে তখন আমার স্থায্য অংশ আমি › ግ¢