পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বিতীয় সম্ভার).djvu/২৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিৰাজ-বে। নীলাম্বব বলিল, কেন যাব না ? বড়লোক বলে যা ইচ্ছে অত্যাচার করবে, তাই সয়ে থাকতে হবে ? অত্যাচার করচে, তুমি প্রমাণ করতে পাব ? নীলাম্বর বাগিয়া বলিল, আমি এত তর্কের ধার ধাবিনে , স্পষ্ট দেখচি অন্যায় করছে, আব তুই বলিস্ প্রমাণ করতে পার? পারি, না পারি, সে আমি বুঝব। বিবাজ একমুহূৰ্ত্ত স্বামীর মুখের পানে স্থিরভাবে চাহিযা থাকিয়া বলিল, দেখ, মাথাটা একটু ঠাণ্ড কর । যাদেব দুবেলা ভাত জোটে না, তাদের মুথে এ কথা শুনলে লোকে গাযে থুতু দেবে। কিসে ? আর কিসে, তুমি চাও জমিদারের ছেলের সঙ্গে লড়াই করতে। কথাটা এতই কটভাবে বিবাজের মুখ দিয বাহিব হইযা আসিল যে, নীলাম্বর সহ করিতে পাবিল না, সে একেবারে অগ্নিমূৰ্ত্তি কষ্ট্য। উঠিল। চেঁচাইয়া বলিল, তুই আমাকে কুকুর-বেড়াল মনে করিস যে, যখন তথন সব কথাষ ঐ খাবার খোট৷ তুলিস ৷ কোনদিন তোর দুবেলা ভাত জোটে না ? দুখে-কষ্টে বিরাজের আর পূর্বের ধৈর্য্য এবং সহিষ্ণুত ছিল না, সেও জলিয়। উঠিয়া জবাব দিল, মিছে চেচিও না। যা করে বেলা ভাত জুটচে, সে সব তুমি জান না বটে, কিন্তু জানি আমি, আর জানেন অন্তৰ্য্যামী । এই নিযে কোন কথা যদি তুমি বলতে যাও ত আমি বিধ খেযে মরব । বলিযাই সে মুখ তুলিয়া দেখিল, নীলাম্বরের মূখ একেবারে বিবর্ণ হইয়া গিযাছে, তাহার দুষ্ট চোখে একটা বিহবল হতবুদ্ধি দৃষ্টি— সে চাহনির সম্মুখে বিরাজ একেবাবে এতটুকু হইয{ গেল । সে আব একটা কথাও ন। বলিয়। ধীরে ধীরে সবিযা গেল । সে চলিয়া গেল, তবুও নীলাম্বর তেমনই করিয দাডাইযা রহিল । তারপব একটা মুদীর্ঘ নিশ্বাস ত্যাগ করিয বাহিরে আসিয়া চণ্ডী-মণ্ডপে একধারে স্তন্স হক্টধা বলিয়া পড়িল । তাহার প্রচণ্ড ক্ৰোধ না বুঝিয একটা অঞ্চচ্চ স্থানের মধ্যে সজোবে মাথা তুলিতে গিয তেমনই সজোরে ধাক্ক। খাইয়া যেন একেবারে নিম্পণ অসাড হইয় গেল। কাণে তাহার কেবলই বাজিতে লাগিল বিরাজের শেষ কথাট।--কি কবিয়া সংসার চলিতেছে এবং কেবলহ মনে পড়িতে লাগিল, সেদিনের সেন্স অন্ধকার গভীর রাত্রে ঘরেব বাহিবে ভুশয্যায় স্নগ্ধ BBBB BB BBB BBS BBB BS BBB B BB BBBB BBBS BBB এবং কেমন করিয়া যে ওই অসহায়া রমণী একাকিনী চালাইতেছে, সে ত তাহার জানিতে বাকী নাই । অনতিপূৰ্ব্বে বিরাজেব শক্ত কথা তীরের মতই তাহার বুকে আসির বিধিযাছিল, কিন্তু যতই সে বলিয| বসিয। ভাবিতে লাগিল, ততই তাঁহার হৃদয়ের সেহ ক্ষত, সেই ক্ষোভ শুধু যে মিলাহয় আসিতে লাগিল তাহ নহে, ধীরে ধারে

ዓቕ