পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (দ্বিতীয় সম্ভার).djvu/৩৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ ৰলিল, জাহা হা—কে গা, এমন ক’রে পথের উপর গুইয়া আছ ? বড় অন্যায় করেচি— ৰেণী লাগেনি ত ? চক্ষের পলকে বিরাজ মুখের কাপড় সরাইয়া চাহিয়া দেখিল, তার পর একটা অঙ্কুট ধ্বনি করিয়া চুপ করিল এই ব্যক্তি নীলাম্বর। সে একবার একটু ঝুঁকিয়া দেখিয়া সরিয়া গেল । কিছুক্ষণ হইল স্বর্ঘ্য অস্ত গেল। পশ্চিম দিগন্তে মেঘ ছিল না, দিক-চক্রবালৰিচ্ছুরিত স্বর্ণাভা মন্দিরের চূড়ায়, গাছের আগায় ছড়াইয়া পড়িয়াছিল, নীলাম্বর দূরে দাড়াইয়া পুঁটিকে কহিল, ওই রোগা মেয়েমাস্থ্যটিকে বড় মাড়িয়ে দিয়েছি বোন, দেখ, দেখি যদি কিছু দিতে পারিস্ - বোধ করি ভিক্ষুক । প্রাট চাহিয়া দেখিল, স্ত্রীলোকটি একদৃষ্টে তাঁহারই দিকে চাহিয়া আছে। তাই সে ধীরে ধীরে কাছে আসিবা দাড়াইল । তাহার মূখের কিয়দংশ বস্ত্রাবৃত, তথাপি যেন মনে হইল, এ যুথ যেন সে পূৰ্ব্বে দেখিয়াছে। জিজ্ঞাসা করিল, ই গা, তোমার বাড়ি কোথায় ? সাতগায়ে, বলিয়া স্ত্রীলোকটি হাসিল । বিরাজের সবচেয়ে মধুর সামগ্রী ছিল তাহার মূখের হাসি ; এ হাসি সমস্ত সংসারের মধ্যে কাহারও ভুল করিবার জো ছিল না। ওগো এ ষে বোঁদি, বলিয়া সেই মুহূর্তেই পুটি সেই জীর্ণ-শীর্ণ দেহের উপরে পড়িয়া মুখে মুখ দিয়া কাদিয়া উঠিল। নীলাম্বর দূরে দাড়াইয়া দেখিতেছিল, কথাবাৰ্ত্তা শুনিতে না পাইলেও সমস্ত বুঝিল । সে কাছে আসিয়া দাড়াইল। একবার তাহার আপাদমস্তক নিরীক্ষণ করিল, তারপর শান্ত-কণ্ঠে বলিল, এখানে কাদিসনে পুটি, ওঠ, বলিয়া ভগিনীকে সরাইয়া দিয়া স্ত্রীর শীর্ণ দেহ ক্ষুদ্র শিশুটির মত বুকে তুলিয়া লইয়া ক্রতপদে বাসার দিকে চলিয়া গেল। 嘯 带 畢 枋 চিকিৎসার জন্ত উত্তম স্বাস্থ্যকর স্থানে যাইবার জন্ত বিরাজকে অনেক সাধ্যসাধনা করা হইয়াছিল, কিন্তু কোনমতেই তাহাকে রাজী করান যায় নাই। আর ঘর ছাড়িয়া যাইতে সে কিছুতেই সন্মত হইল না। নীলাম্বর প্রটিকে জাড়ালে ডাকিয়া বলিয়া দিল, আর ক'টা দিন বোন ? যেখানে যেমন করে ও থাকতে চায় দে। আর ওকে তোরা পীড়াপীড়ি করিসনে । তারকেশ্বরে স্বামীর কোলে মাৰা রাখিয়া সে প্রথম জাবেদন জানাইয়াছিল, उांहांटक पtग्न जहेब फ्रण, छांशांब्र छेनरब्र cथांबांहेबां हां७ । घरब्रव्र ॐब्र, ৰয়ের প্রতি সামগ্ৰীটির উপর উপর তাহার কি ভীষণ তৃষ্ণ, তাহা ৱে কেৰ চোখে দেখে সেই উপলব্ধি করিয়া কাদিয়া ফেলে। দিবারান্ত্রির অধিকাংশ ՅԱՆ