পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (নবম সম্ভার).djvu/১০০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ সোজা নিজে এসে তা নিয়ে গেলেই হ’ত। খামোক একটা বাইরের লোককে সকলের সামনে পাঠান তার কি আবশ্বকতা ছিল ? অার যাই বল, মেয়েটার বুদ্ধিবিবেচনা নেই। বেয়ার আসিয়া খাবার দেওয়া হইয়াছে জানাইয়া গেল। অজিত উঠিতে যাইতেছিল, আপ্তবাবু কহিলেন, লোকটাকে মার্ক করেছিলে অজিত, বিত্র চেহারা— মনি-লেন্ডার কি না। ফিরে গিয়ে হয়ত নানান্‌খানা করে বানিয়ে বলবে। অজিত হাসিয়া কহিল, বানানোর দরকার হবে না আগুবাবু, সত্যি বললেই যথেষ্ট হবে। এই বলিয়া সে যাইতে উষ্ঠত হইতেই তিনি বাস্তবিকই বিচলিত হইয়া উঠিলেন,—এ অক্ষয় লোকটা একেবারে কুইসেন্স। মানুষের সহের সীমা অতিক্রম করে যায়। না হয় একটা কাজ কর না অজিত। যছকে ডেকে ঐ দেরাজটা খুলে দেখ না কি আছে। অন্ততঃ পাচ-সাতশো টাকা—আপাততঃ যা আছে পাঠিয়ে দাও । আমাদের ড্রাইভার বোধ হয় তাদের বাসাটা চেনে—শিবনাথকে মাঝে মাঝে পৌঁছে দিয়ে এসেচে। এই বলিয়া তিনি নিজেই চীৎকার করিয়া বেহারাকে ডাকাডাকি মুরু করিয়া দিলেন । অজিত বাধা দিয়া বলিল, যা হবার তা হয়েই গেছে, আজ রাত্রে থাক্, কাল সকালে বিবেচনা করে দেখলেই হবে। আপ্তবাবু প্রতিবাদ করিলেন, তুমি বোঝ না অজিত, বিশেষ প্রয়োজন না থাকলে সে রাত্রে কখন লোক পাঠাতো না । অজিত কিছুক্ষণ স্থির হইয়া দাড়াইয়া রহিল। শেষে বলিল, ড্রাইভার বাড়ি নেই, মনোরমাকে নিয়ে কখন ফিরবে তারও ঠিকানা নেই। ইতিমধ্যে কমল সমস্তই শুনতে পাবেন। তার পরে আর টাকা পাঠান উচিত হবে না আগুবাবু। বোধ হয় আপনার হতি থেকে আর তিনি সাহায্য নেবেন না। কিন্তু এ ত তোমার অনুমান মাত্র অজিত । ই, অমুমান বই আর কি। কিন্তু বিদেশে তার টাকার প্রয়োজন ত এর চেয়েও বড় হতে পারে ? তা পারে, কিন্তু আত্ম-মর্য্যাদার চেয়েও বড় না হতে পারে। আপ্তবাবু বলিলেন, কিন্তু এ-ও ত শুধু তোমার অনুমান। অজিত সহসা উত্তর দিল না । ক্ষণকাল অধোমুখে নিঃশব্দে থাকিয়া কহিল, না, এ আমার অনুমানের চেয়ে বড়। এ আমার বিশ্বাস। এই বলিয়া সে ধীরে ধীরে স্বর হইতে বাছির হইয়া গেল। సితి