পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (নবম সম্ভার).djvu/১০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎসাহিত্য-সংগ্ৰহ বুদ্ধি থাকলে সমাজে জনায়াসেই সাধু-সজন বলে চলে যেতে পারত—কি বলেন সেজদা ? ঠিক না ? অবিনাশ ঘরের মধ্যে হইতে গর্জন করিয়া উঠিলেন—ই রে, নিত্যানন ক্রগৌরাঙ্গ মহাপ্রভু। এ-বিষয়ে আর সন্দেহ নেই। বন্ধুবরকে কৌশলট শিখিয়ে দাও গে যাও। চেষ্টা করব। কিন্তু চললাম বৌদি, কাল আবার যথাসময়ে হাজির হব। বলিয়। সে প্রস্থান করিল। নীলিম উদ্যোগ-আয়োজনের ক্রাট রাখে নাই। মনোরম গোড়া হইতেই কমলের অত্যন্ত বিরুদ্ধে—সে কোনমতেই আসিবে না জানিয়া আগুবাবুদের কাহাকেও বলা হয় নাই। মালিনীকে খবর পাঠান হইয়াছিল, কিন্তু হঠাৎ অসুস্থ হইয়া তিনি জাসিলেন না । ঠিক সময়ে আসিল কমল । যান-বাহনে নয়, একাকী পায়ে হাটিয়া জাসিয়া উপস্থিত হইল। গৃহকত্রী তাহাকে আদর করিয়া গ্রহণ করিল। অবিনাশ স্বমুখে দাড়াইয়া ছিলেন, কমলকে তিনি অনেকদিন দেখেন নাই, আজ তাহার চেহারা ও জামকাপড়ের প্রতি চাহিয়া আশ্চৰ্য্য হইলেন । দৈন্তের ছাপ তাহাতে অত্যন্ত স্পষ্ট করিয়া পড়িয়াছে। বিস্ময় প্রকাশ করিয়া প্রশ্ন করিলেন, রাত্রে একাকী হেঁটে এলে যে কমল ? কমল বলিল, কারণ খুবই সাধারণ অধিনাশবাবু, বোঝা একটুও শক্ত নয়। অবিনাশ অপ্রতিভ হইলেন এবং তাছাই গোপন করিতে তাড়াতাড়ি বলিয়া উঠিলেন, না না, কি যে বল। কাজটা ভাল হয়নি কিন্তু—ছোটগিল্পী, ইনিই কমল । আর একটা নাম শিবানী। একে দেখবার জন্তই এত ব্যস্ত হয়ে উঠেছিলে । এলেী, বাড়ির ভেতরে গিয়ে বসবে চল । যোগাড় বোধ হয় তোমার সমস্ত হয়ে গেছে ? তা হলে অনর্থক দেরি করে লাভ হবে না—ঠিক সময়ে আবার ওঁর বাসায় ফিরে शां७ग्नां कांहे उ ! এ-সকল উপদেশ ও জিজ্ঞাসাবাদের অনেকটাই বাহুল্য। উত্তরের আবশ্বকেও হয় না, প্রত্যাশাও থাকে না। BB BBBBD DDBB DDDBS BBS BBS DBBBBB BBBB BBB মেবার সময়ে জুটতে পারিনি বোঁদি, ক্রটি হয়ে গেছে। অক্ষয় এসেছিলেন, তাকে ৰখোচিত ষ্টিৰাক্যে পরিতুষ্ট করে বিদায় দিতে বিলৰ হ’ল। এই বলিয়া সে হাসিতে লাগিল । Ꮌ8