পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (নবম সম্ভার).djvu/১৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ হরেন্দ্র লজ্জায় পাংগু হইয়া উঠিল। কমল হাসিয়া বলিল, আপনি ত ব্ৰহ্মচারী। আপনার ভয়ের কারণ আছে না কি ? হরেক্স নির্নিমেষ-চক্ষে শুধু চাহিয়া রহিল। এ যে কি প্রস্তাব সে কল্পনা করিতে পারিল না। স্ত্রীলোক হইয়া এ-কথা এ উচ্চারণ করিল কি করিয়া ! 劃 তাহার অপরিসীম বিহবলতা কমলকে ধাক্কা দিল। সে কয়েকমুহূৰ্ত্ত স্থির থাকিয়া বলিল, আমারই ভুল হয়েচে হরেনবাবু, আপনি বাসায় যান। তাতেই আপনার অশেষ শ্রদ্ধার পাত্রী নীলিমার আশ্রয়ে ঠাই মেলেনি, মিলেছিল আগুবাবুর বাড়ি। নির্জন গৃহে অনাত্মীয় নর-নারীর একটিমাত্র সম্বন্ধই আপনি জানেন—পুরুষের কাছে যে মেয়েমানুষ সে শুধু মেয়েমানুষ, এর বেশি খবর আপনার কাছে আজো পৌছোয়নি। ব্ৰহ্মচারী হলেও না । যান, আর দেরি করবেন না, আশ্রমে যান। বলিয়া সে নিজেই বাহিরের অন্ধকার বারান্দায় অদৃশ্য হইয়া গেল। হরেক্স মূঢ়ের মত মিনিট দুই-তিন দাড়াইয়া থাকিয় ধীরে ধীরে নীচে নামিয় আসিল । N_ඪ প্রায় মাসাধিককাল গত হইয়াছে। আগ্রায় ইনফ্লুয়েঞ্জার মহামারী মূর্তিটি শাস্ত হইয়াছে ; স্থানে স্থানে দুই-একটা নূতন আক্রমণের কথা শুনা যায় বটে, তবে মারাত্মক নয়। কমল ঘরে বসিয়া নিবিষ্টচিত্তে সেলাই করিতেছিল, হরেন্দ্র প্রবেশ করিল। তাহার হাতে একটা পুটুলি, নিকটে মেঝের উপর রাখিয়া দিয়া কহিল, যে-রকম খাটচেন তাতে তাগাদ করতে লজ্জা হয়। কিন্তু লোকগুলো এমনি হোয় যে দেখা হলেই জিজ্ঞেস করবে, হ’লে ? আমি কিন্তু স্পষ্টই জবাব দিই যে, ঢের দেরি। জরুরি থাকে ত না হয় বলুন, কাপড় ফিরিয়ে নিয়ে আসি । কিন্তু মজা" এই যে, আপনার হাতের তৈরি জিনিস যে একবার ব্যবহার করেচে সে আর কোথাও যেতে চায় না। এই দেখুন মা লালদের বাড়ি থেকে আবার এক থান গরদ, আর নমুনার জামাটা দিয়ে গেল— কমল সেলাই হইতে মুখ তুলিয়া কহিল, নিলেন কেন ? : ১৭৪