পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (নবম সম্ভার).djvu/২০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ সেইটি নাড়াচাড়া করিতেছিল, কমল বাহিরের কাজ সারিয়া ঘরে আসিয়া দাড়াইতে তাহার মুখের পানে চাহিয়া বলিয়া উঠিল, বা:–বেশ ত ! কমল একটু আশ্চৰ্য্য হইল—কি বেশ ? ঐ লতাটুকু ? ই, আর এই হলদে রঙের ফুলগুলি । তুমি নিজে করেচ, না ? কমল হাসিমুখে বলিল, চমৎকার প্রশ্ন। নিজে নয় ত কি কারিগর ডেকে তৈরি করিয়েচি ? আপনার চাই ঐ-রকম ? না না না—আমার চাইনে। আমি কি করব ? তাহার এই ব্যাকুল ও সলজ্জ প্রত্যাখ্যানে কমল হাসিয়া কহিল, আশ্রমে নিয়ে গিয়ে শোবেন। কেউ জিজ্ঞেস করলে বলবেন, কমল রাত জেগে তৈরি করে দিয়েচে । স্থ্যৎ ! দ্যুৎ কেন ? নিজের জন্য এ-সব জিনিস কেউ তৈরি করে না, করে আর একজনের জন্ত । কষ্ট করে ঐ ফুলগুলি যে শেলাই করেছিলুম সে কি আপনি শোবো বলে ? একদিন একজন আসবেই —শুধু তারই জন্য এ-সব তোলা ছিল। সকালে যখন চলে যাবেন, সমস্ত আপনার সঙ্গে দেব । এবার অজিত নিজেও হাসিল, কহিল, আচ্ছ কমল, আমি কি এতই বোকা ? কেন ? তুমি আমাকেই মনে করে এ-সব তৈরি করেছিলে এও বিশ্বাস করব ? কেন করবেন না ? করব না সত্যি নয় বলে। কিন্তু সত্যি বললে বিশ্বাস করবেন বলুন ? নিশ্চয় করব । তোমার পরিহাসের কোন সীমা নেই—কোথাও বাধে না । সেই মোটরে বেড়াবার কথা মনে হলে আমার লজ্জার অবধি থাকে না। সে আলাদা। কিন্তু যা পরিহাস নয়, সে যে তুমি কোন-কিছুর জন্যই মিথ্যে বলতে পারে ন। এ আমি জানি। - তা হলে যদি বলি বাস্তবিক পরিহাস করিনি, সত্যি কথাই বলচি, বিশ্বাস করবেন ? | r নিশ্চয় করব। $ কমল কহিল, তা যদি করেন আজ আপনাকে সত্যি কথাই বলব। তখনো রাজেন আসেনি। অর্থাৎ আশ্রমে স্থান না পেয়ে তখনে সে আমার গৃহে আশ্রয় >షిశి