পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (নবম সম্ভার).djvu/২২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ নীলিমা কছিল, নেই, এ-কথা তো লেখিকা বলেননি। দুর্ভাগা মানুষগুলোর প্রয়োজন যে সহজে মেলে না এ আশঙ্কা তার নিজেরও ছিল। একটুখানি হাসিয়া কহিল, উচ্ছ্বাসের কথা বলছিলে ঠাকুরপো, অক্ষয়বাৰু উপস্থিত নেই, তিনি থাকলে বুঝতেন ওর আতিশয্যটা আজকাল কোনদিকে চেপেচে। (F হরেন্দ্র জবাব দিল, আপনি গালাগালি দিতে থাকলেই যে পচে যাবে তাও নয় বৌদি। শুনিয়া আগুবাবু নিজেও একটু হাসিলেন, কছিলেন, বাস্তবিক হরেন, আমারও মনে হয় গল্পটিতে লেখিকা মেয়েদের রূপের সত্যকার প্রয়োজনকেই ইঙ্গিত করেচেন। কিন্তু এই কি ঠিক ? ঠিক নয়, এ-কথা জগৎ-সংসারের দিকে চেয়ে মনে করা কৃঠিন। கத் হরেন্দ্র উত্তেজিত হইয়া উঠিল, বলিল, জগৎ-সংসারের দিকে চেয়ে যাই কেন না করুন, মামুষের দিকে চেয়ে একে স্বীকার করা আমার পক্ষেও কঠিন। মামুষের প্রয়োজন জীব-জগতের সাধারণ প্রয়োজনকে অতিক্রম করে বহুদুর চলে গেছে--তাই তে সমস্ত তার এমন বিচিত্র, এত দুরূহ। একে চালুনিতে ছেকে বেছে ফেলা যায় ৰূরলেই তো তার মর্যাদা আঞ্চবাৰু। তাও বটে। গল্পের বাকিটা শুনি অজিত । হরেক্স ক্ষুণ্ণ হইল, বাধা দিয়া কহিল, সে হবে না আগুবাবু। তুচ্ছ-তাচ্ছিল্য কৱে উৰ্বরট এড়িয়ে যেতে আপনাকে আমি দেৰো না, হয় আমাকে সত্যিই স্বীকার করুন, না হয় আমার ভুলটা দেখিয়ে দিন। আপনি অনেক দেখেচেন, অনেক YDDSKDD BBB BBS BBBB gB BBBS BBSBBS BB DDS দিয়ে যে বৌদি জিতে যাবেন, সে আমার সইৰে না । বলুন । মাগুৰাৰু হালিমুখে ৰছিলেন, তুমি ব্রহ্মচারী মানুষ, রূপের বিচারে হারলে তো gङनांद्र ब्रक ¢नरे श्रब्रल । 劇 না, লে আমি শুনবে না । জাণ্ডবাৰু ক্ষণকাল মেীন থাকিয় ধীরে ধীরে বলিলেন, তোমার কথা মগ্নমাণ করার জন্য কোমর বেঁধে তর্ক করতে আমার লজ্জা করে। বস্তৃত: নারী-রূপের নিগুড় স্বল্প অপরিস্ফুট থাকে সেই ভাল হরেন । পুনরায় একটুখানি চুণ করিয়া থাকিয়া বলিতে লাগিলেন, মজিতের গল্প শুনতে শুনতে আবার বহুকাল পূর্বের একটা দুঃখের কাহিনী মনে পড়ছিল । ছেলেবেলায় অামার এক ইংরেজ বন্ধু ছিলেন ; চিন্তি একটি পোলিশ রমণীকে ভালবেসেছিলেন । মেয়েট ছিল অপরূপ স্বন্দরী ; ছাত্রীদের 呜 *铭》岁