পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (নবম সম্ভার).djvu/৪০৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ Sale সাহেব তাহার কোরানের অম্বুবাদের একস্থানে লিখিয়াছেন, “but that good women will go into a scperate place of happiness, where they will enjoy all sorts of delights; but whether one of those delights will be the enjoyment of agreeable paramours created for them, to complete the economy of the Mahamedan system, is what I have found no-where decided” & “f ol, to oil scos & atāb যথার্থ অবস্থা-সম্বন্ধে লোকের দারুণ সংশয় ও মতভেদ ঘটিবে, তাহা বিচিত্র নয় । তা ছাড়া মহম্মদ নিজেও একস্থানে বলিয়াছেন, "when he took a view of paradise, he saw the majority of its inhabitants to be the poor, and when he looked down into hell, he saw the greater part of the wretches confined there to be women P যাহারা মনে করেন সংসারে নারী প্রয়োজনের অতিরিক্ত থাকার জন্তই স্বভাবতঃ তাহার হীন মুল্য নির্দিষ্ট হইয়াছে, তাহারা যে সম্পূর্ণ ভুল করেন এ-কথা বলি না। কারণ, যে-দেশেই মানুষ লড়াই করাটাই পুরুষের পরম গৌরবের বস্তু বলিয়া ধরিয়া লইয়াছে এবং সেই হিসাবে লড়াই করিয়াছে এবং লোকক্ষয় করিয়া বাহ্যতঃ নিজেদের নারীর অনুপাত বৃদ্ধি করিয়াছে, সেই দেশেই নারীর মূল্য হ্রাস হইয়াছে। এ-কথা সত্য হইলেও, এ-কথাটাও বুঝিয়া দেখিবার বিষয়, বাস্তবিক নারীর অনুপাত তাহাতে বৃদ্ধি হয় কি না । কারণ, এই কথাটা অনেকেই গণনার মধ্যে আনেন না যে, প্রায় সমস্ত যুদ্ধপ্রিয় জাতিই নিজেদের নারীর অনুপাত বৃদ্ধি না পাইবার দিকে প্রখর দৃষ্টি রাখিয়া থাকে। প্রধান উপায় নিজেদের শিশু-কম্বা হত্যা করিয়া । প্রায় সমস্ত আদিম অসভ্য জাতির শিশু-কন্ত বধ করিয়া ফেলিত। রাজপুতের করিত, আরবশেখেরা কস্তা জন্মিবামাত্রই গৰ্ত্ত কাটিয়া পুতিয়া ফেলিত, কেঁধা প্রদেশের আরবের শিশু-কস্তার পাচ বৎসর বয়সে তাহাকে হত্যা করিবার পূৰ্ব্বে কন্যার জননীকে সম্বোধন করিয়া বলিত, এইবার মেয়েকে গন্ধ মাখাইয়া দাও, সাজাইয়া দাও, আজ সে তার মায়ের ঘরে যাইবে । অর্থাৎ, কুপের মধ্যে নিক্ষিপ্ত হইবে। কোরিশের লোকেরা মক্কার নিকটবৰ্ত্তা আবুদেলামা পাহাড়ে নিজেদের কন্যা বধ করিত। প্রাচীন গ্ৰীক ঐতিহাসিক স্থাবো বলিয়া গিয়াছেন, “the practice of exposing female infants and putting them to death being so common among the ancients, that it is remarked as a thing very extra-ordinary in the Egyptians, that they brought up all their children.” Botto MoU "లిఫ్రి(B