পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (নবম সম্ভার).djvu/৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শেষ প্রশ্ন অজিত মুস্কিলে পড়িল। সঙ্গে আজ সোফার পর্যন্ত ছিল না, শিবনাথবাবুও গৃহে নাই তাহ পূৰ্ব্বে শুনিয়াছে, কিন্তু প্রত্যাখ্যান করিতেও বাধিল । একটুখানি দ্বিধ করিয়া কহিল, এখানে আপনার সঙ্গী-সাথী বুঝি কেউ নেই ? কুমল কহিল, শোন কথা ! সঙ্গী-সাথী পাব কোথায় ? দেখুন না চেয়ে একবার পল্লীর দশা । সহরের বাইরে বললেই হয়—সাহগঞ্জ না কি নাম, কোথাও কাছাকাছি বোধ করি একটা চামড়ার কারখানা আছে—আমার প্রতিবেশী শুধু মুচিরা। কারখানায় যায় আসে, মদ খায়, সারা রাত হল্লা করে—এই ত আমার পাড়া। অজিত জিজ্ঞাসা করিল, এদিকে ভদ্রলোক বুঝি নেই ? কমল বলিল, বোধ হয় না। আর থাকলেই বা কি—আমাকে তারা বাড়িতে যেতে দেবে কেন ? তা হলে ত মাঝে মাঝে যখন বডড একলা মনে হয়, তখন আপনাদের ওখানে যেতে পারতুম। বলিতে বলিতে সে গাড়িতে খোলা দরজা দিয়া নিজেই ভিতরে গিয়া বসিল, কহিল, আমুন, আমি অনেকদিন মোটরে চড়িনি। কিন্তু আজ আমাকে অনেকদুর পর্য্যন্ত বেড়িয়ে আনতে হবে। কি করা উচিত অজিত ভাবিয়া পাইল না, সঙ্কোচের সহিত কহিল, বেশি দূরে গেলে রাত্রি হয়ে যেতে পারে। শিবনাথবাবু বাড়ি ফিরে আপনাকে দেখতে না পেলে হয়ত কিছু মনে করবেন। কমল বলিল, নাঃ—মনে করবার কিছু নেই। অজিত কহিল, তা হলে ড্রাইভারের পাশে না বলে ভেতরে বসুন না ? কমল বলিল, ড্রাইভার ত আপনি নিজে। কাছে না বসলে গল্প করব কি করে? অতদূরে পিছনে বসে মুখ বুজে যাওয়া যায় ? আপনি উঠুন, আর দেরী করবেন না । অজিত উঠিয়া বসিয়া গাড়ী ছাড়িয়া দিল। পথ সুন্দর এবং নির্জন, কদাচিৎ এক-আধজনের দেখা পাওয়া যায়—এইমাত্র। গাড়ীর দ্রুতবেগ ক্রমশঃ দ্রুততর হইয়া উঠিল। কমল কহিল, আপনি জোরে চালাতেই ভালবাসেন, না ? অজিত বলিল, হা । ভয় করে না ? না। আমার অভ্যাস আছে। অভ্যাসই সব। এই বলিয়া কমল একমুহূৰ্ত্ত মৌন থাকিয়া কহিল, কিন্তু আমার তৃ অভ্যাস নেই, তবু এই আমার ভাল লাগচে। বোধ হয় স্বভাব, না ? (to