পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (পঞ্চম সম্ভার).djvu/১১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ সাগর সর্দার তাহাকে এইমাত্র নিক্ষেপ করিয়া অন্তৰ্হিত হইল। অথচ ঘথার্থই লে যে এত বড় ভয়ঙ্কর কিছু একটা এই রাত্রির মধ্যে করিয়া উঠিতে পারিবে, তাহা এমনি অসম্ভব যে যোড়শী বিশ্বাস করিল না অথবা, এ আশঙ্কাও তাহার মনের মধ্যে সত্য-সত্যই স্থান পাইল না যে, যে লোক হত্যা, রক্তপাত ও হিংসার সৰ্ব্বপ্রকার অস্ত্রশস্ত্র ও আয়োজনে পরিবৃত হইয়া অহৰ্নিশি বাস করে, পাপ তাহার যত বড়ই হোক, কেবলমাত্র সাগরের লাঠির জোরেই তাহাব পরিসমাপ্তি ঘটিবে। তথাপি দৈব বলিয়া যে শক্তির কাছে সকল অঘটনই হার মানে, তাহারই ভয়ে বুকের মধ্যে তাহার মুগুরের ঘা পড়িতে লাগিল। মন্দিরের দ্বারে তালা বন্ধ করিয়া ভূত্য চাবির গোছা হাতে আনিয়া দিয়া জিজ্ঞাসা করিল, রাত অনেক হয়েচে মা, সঙ্গে যেতে হবে কি ? ষোড়শী মুখ তুলিয়া অন্যমনস্কের মত বলিল, কোথায় বলাই ? তোমাকে পৌছে দিতে মা । পৌছে দিতে ? না, বলিয়া ষোড়শী ধীরে ধীরে স্বপ্নাবিষ্টের মত বাহির হইয়৷ গেল। প্রত্যহের মত এই পথটুকুর মধ্যেও অতি সর্তকতা আজ তাহার মনেই হইল না । রাত্রির গাঢ় অন্ধকার, কিন্তু এ কয়দিনের ন্যায় ঝাপা মেঘের আচ্ছাদন আজ ছিল না । স্বচ্ছ নিৰ্ম্মল কৃষ্ণ-দ্বাদশীর কালো আকাশ এইমাত্ৰ যেন কোন অদৃশু পারাবারে স্নান করিয়া উঠিয়া আসিয়াছে, তাহার আর্দ্র গা-মাথায় এখনও যেন জল মাখানে রহিয়াছে। মন্দির হইতে ষোড়শীর কুটারখানির ব্যবধান যৎসামান্য ; এই আঁকাবাক পায়ে হাট ধূসর পদরেখাটির উপরে একটি স্নিগ্ধ আলোক অসংখ্য নক্ষত্রলোক হইতে ঝরিয়া পড়িয়াছে; তাহারই উপর দিয়া সে নি:শবা পদক্ষেপে তাহার ঘরের দ্বারে আসিয়া উপস্থিত হইল । শেষ চৈত্রের এই কয়টা দিন গ্রামে জন-মজুর মিলে না, তথাপি তাহার অনুগত্ত ভক্ত প্রজারা আঙ্গিনার চারিদিকে শক্ত করিয়া বঁাশের বেড়া বাধিয়া দিয়াছে এবং জীর্ণ কুটীরের কিছু কিছু সংস্কার করিয়া তাহারই গায়ে একখানি ছোট চালা রাধিবার জন্য তৈরি করিয়া দিয়াছে। পুরাতন অর্গল নুতন হইয়াছে, এবং দেওয়ালের গায়ে ফাটা ও গৰ্ত্ত যত ছিল, বুজাইয়া নিকিয়া মুছিয়া ঘরটিকে অনেকটা বাসোপযোগী করিয়া তুলিয়াছে। তালা খুলিয়া ষোড়শী এই ঘরের মাঝখানে আসিয়া দাড়াইল এবং আলো জালিয়া সেইখানেই মাটির উপর বসিয়া পড়িল । প্রতিদিনের ন্যায় আজিও তাহার অনেক কাজ বাকী ছিল । রাত্রে রান্নার হাঙ্গামা তাহার ছিল ন। বটে, দেবীর প্রসাদ যাহা-কিছু আঁচলে বাধিয়া সঙ্গে আনিত, তাহাতেই চলিয়া ষাইত, কিন্তু আহ্নিক প্রভৃতি নিত্যকৰ্ম্মগুলি সে সৰ্ব্বসমক্ষে মন্দিরে না করিয়া নির্জন গৃহের মধ্যেই সম্পন্ন করিত, তাহার পরে অনেক রাত্রি জাগিয়া ধৰ্ম্মগ্রন্থ পাঠ করিত। 2 φΨ'