পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (পঞ্চম সম্ভার).djvu/১১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*ब्र९-नांfहेठा-न१áझे হরিহর নিজের সর্বাঙ্গে একবার দৃষ্টিপাত করিয়া কহিল, বুড়ো হয়ে গেছি, ন মা ? চুলগুলোও সব পেকে গেছে, বলিয়া সে মুচকাইয়া একটুকু হাসিতেই সাগরের সমস্ত মুখ শাস্ত হাসিতে দীপ্ত হইয়া উঠিল । মুহুর্তে খুড়ো-ভাইপোর চোখে চোখে নিঃশব্দে বোধ হয় এই কথাই হইয়া গেল যে, এই ভাল। তোমার এই প্রাচীন বাহু দুটির শক্তির কোন সংবাদ যে রাখে না, তাহার কাছে এমন সহাস্তে সবিনয়ে স্বীকার করাই সবচেয়ে শোভন । বুড়ো কহিল, অহঙ্কার নয় মা, অভিমান । ওটুকু ও পারে করতে—সাগর কখনো ডাকাতি করে না । ষোড়শী আশ্চৰ্য্য হইয়া কহিল, ও কি তবে বিনা দোষে শাস্তিভোগ করলে ? যা সবাই জানে, তা সত্য নয়-এই কি আমাকে তুমি বোঝাতে চাও হরিহর । তাহার অবিশ্বাসের কণ্ঠস্বর অকারণে অত্যন্ত কঠোর হইয়া বাজিল, তথাপি বুড়া হরিহর কি একটা বলিতে যাইতেছিল, কিন্তু ভাইপে। সহসা ফিরিয়া দাড়াইয়া তাহাকে বাধা দিল। কহিল, কি হবে মা, তোমার সে কথা শুনে ? তোমরা ভদ্রলোকেরা যখন আমাদের ছোটলোকের কথা বিশ্বাস করতে পারবে না ! ভদ্রলোকেরা যখন আমাদের সর্বস্ব কেড়ে নিলে, সেও সত্যি পাওনার দাবিতে, আবার যখন জেলে দিলে, সেও তেমনি সত্যি সাক্ষীর জোরে । জজ-সাহেবের আদালত থেকে মা চণ্ডীর মন্দির পর্য্যস্ত ছোটলোকের কথা বিশ্বাস করবার ত কেউ নেই মা ! চল ছোটখুড়ো ; আমরা ঘরে যাই। বলিয়া সে চট্‌ করিয়া ছেট হইয়া ভৈরবীর পায়ের ধূলা মাথায় লইয়া প্রস্থান করিল। হরিহর নিজেও প্রণাম করিয়া পদধূলি গ্রহণ করিয়া সলজ-কণ্ঠে কহিল, রাগ ক’রো না মা, ব্যাটা ঐ রকম গোয়ার, ও কথা কারু সইতে পারে না । বলিয়া সেও ভ্রাতুপুত্রের অনুগমন করিল। হোক ইহারা অস্ত্যজ, হোক ইহারা দম্ ; যতক্ষণ দেখা গেল ষোড়শী স্তন্ধবিশ্বয়ে এই হানবীর্য, অবমানিত, অধঃপতিত বাঙলাদেশের এ দুটি মুম্ব, নিৰ্ভীক ও পরম শক্তিমান পুরুষের প্রতি চাহিয়া রহিল। পরদিন প্রভাতেই ষোড়শী সাগরকে ডাকাইয়া আনিয়া কহিল, তোদের কাছে বাবা, কাল আমি অন্যায় করেচি। বিঘে দশ-পনের জমি আমার এখনো আছে, তোরা খুড়ো-ভাইপোতে তাই ভাগ করে নে। মায়ের খাজনা তোরা যা খুশি দ্বিসূ, কিন্তু অসং-পথে আর কখনো পা দিবিনে এই আমার সর্ভ । সেই অবধি সাগর ও হরিহর তাহার ক্রীতদাস। তাহার সকল কৰ্ম্মে সকল সম্পদে তাহারা ছায়ার মত অনুসরণ করিয়াছে, সকল বিপদে বুক দিয়া রক্ষা করি।াছে। এই যে ভাঙা কুটার, এই হে সঙ্গীবিহীন বিপদাপন্ন জীবন, তবু যে কেহ 穹等粤