পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (পঞ্চম সম্ভার).djvu/১৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেনা-পাওনা কথা নিৰ্ম্মল হাসিয়া উড়াইয়া দিতে পারিত, কিন্তু আসিয় অবধি সে যে-সকল গল্প শুনিল, বিশেষ করিয়া সেই মদ ছাড়ার কাহিনী-হার্টফেলের ভয় দেখাইয়াও ডাক্তার যাহাকে এক ফোটা মদ গিলাইতে পারে নাই, সেই ভীষণ একগুঁয়ে লোকটার মাথায় হঠাৎ কি খেয়াল চাপিয়াছে কে তাহার কৈফিয়ৎ দিবে ? অথচ, সে আসিয়াছে এই দুৰ্ম্মদ একান্ত অবোধ ব্যক্তিকে স্ববুদ্ধি দিতে। তাহাকে বুঝাইতে হইবে, ভয় দেখাইতে হইবে, অনুনয়-বিনয় করিতে হুইরে—কি যে করিতে হইবে সে কিছুই জানে না। এই অত্যন্ত অপ্রীতিকর কর্য্যের বিরুদ্ধে নিৰ্ম্মলের সমস্ত চিত্ত যেন বিদ্রোহ করিতে লাগিল, কিন্তু উপায় কি ? দুষ্কৃতকারী যে হৈমর পিতা । তাহাকে যে বঁাচাইতেই হইবে হৈম কাদিতে লাগিল, শাশুড়ী কঁদিতে লাগিলেন, এককড়ি চোরের মত আনাগোনা করিতে লাগিল, শ্বশুর না খাইয়া শয্যা গ্রহণ করিলেন --অথচ মাঝে কেবল একটি দিন বাকী, পরশু দিন আসিবেল হাকিম তদন্ত করিতে । অপরাহের কাছাকাছি জীবনাদের সহিত দেখা হইল তাহার মাঠের মাঝখানে । এতকাল জল-নিকাশের পথ ছিল না, সঁাকে তৈরি হইতেছিল। প্রশান্ত হাস্তে দুই হাত বাড়াইয়া আসিয়া জীবানন্দ তাহাকে গ্রহণ করিয়া কহিল, আপনার আসার খবর আমি কালই পেয়েচি। ভাল আছেন আপনি ? বাড়ির সব ভাল । তাহার কথায় আচরণে গরিমা নাই, কৃত্রিমতা নাই—যেমন সহজ, তেমনি খোলা— তাহাকে সন্দেহ করিবার অবকাশমাত্র নাই। এতখানির জন্য নিৰ্ম্মল প্রস্তুত ছিল না ; তাহার আপনাকে আপনি যেন ছোট মনে হইল। মাথা যদি ইহার খারাপ হইয়াও থাকে ত লজ্জা পাইবার নয়। জীবানন্দের কুশল প্রশ্নের উত্তর নিৰ্ম্মল শুধু মাথা নাড়িয়াই দিল এবং প্রতি-প্রশ্ন করিবার কথা হঠাৎ তাহার মনে হইল না। জীবানন্দ কহিল, আপনি কুটুম্ব মানুষ, সমস্ত গ্রামের আদরের বস্তু, কিন্তু ইচ্ছে করে এমন জায়গায় এসে দেখা করলেন যে—সহসা মিস্ত্রা ও মজুরদের প্রতি দৃষ্টি পড়ায় কহিল, বাবার, আজ আমাদের একটু রাত্রি পর্য্যন্ত খাটতে হবে। সপ্তাহ ধরে মেঘ করেচে, আজকালের মধ্যেই হয়ত জল হবে। কিন্তু তা হলে ত কোনমতেই চলবে না। আমরা এমন কাজ করে যাবো যে, আমাদের নাতি-পুতিদের পর্য্যন্ত ঘাড় নেড়ে বলতে হবে যে, ই সঁাকে যারা করেছিল, তারা সত্যিকারের দরদ দিয়েই করেছিল। সেই ত আমাদের মেহন্নতয়ানা । লোকগুলা গলিয়া গেল। বীজগায়ের ভয়ঙ্কর জমিদার একসঙ্গে খাটিতেছেন, তাহার মুখের এই কথা; তাহারা সমস্বরে প্রতিজ্ঞ করিয়া জানাইল যে, তাহাদেরও সেই ইচ্ছা। জ্যোংস্কা যদি না মেঘে ঢাকে ত তাহার রাত্রি দশটা পৰ্য্যন্ত কাজ করিবে । >bro