পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (পঞ্চম সম্ভার).djvu/৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হাতে তীর-কাটা চুড়ির স্বর্ণাভ লণ্ঠনের আলোকে পলকের জন্য যে খেলিয়া গেল এ-বিষয়ে তার সংশয় রহিল না। তাহার দুই কানে হীরার দুল ঝলমল করিতেছে, তাহার আঙুলে আঙটির পাথরে সবুজ রং ঠিকরাষ্টয়া পড়িতেছে - সহসা কল্পনা তাহার বাধা পাইয়া থামিল । তাহার স্মরণ হইল এ সমস্তই সে এইমাত্র হৈমর গায়ে দেখিয়াছে। মনে পড়িয়া একাকী অন্ধকারেও সে লজ্জায় সঙ্কুচিত হইয়া উঠিল । চণ্ডী! চণ্ডী! বলিয়া সে সম্মুখের মন্দিরের উদ্দেশ্বে চৌকাঠে মাথা ঠেকাইয়া প্রণাম করিল, এবং সকল চিস্ত দূর করিয়া দিয়া দ্বার ছাড়িয়া ভিতরে আসিয়া দাড়াইতে আর দুটি নর-নারীর চিন্তায় তাহার বুক ভরিয়া উঠিল । ক্ষণেক পূর্বেও সকল কথাবার্তার মধ্যেও ঝড়-বৃষ্টির আশু সম্ভাবনা তাহার মনের মধ্যে নাড়া দিয়া গেছে। উপরে কালো ছেড়া মেঘে আকাশ আচ্ছন্ন হইতেছে, হয়ত দুৰ্য্যোগের মাতামাতি অচিরেই আরম্ভ হইয়া যাইবে । বিগত রাত্রির অৰ্দ্ধেক :ধ ত তাহার মাথার উপর দিয়া বহিয়া গেছে, বাকী রাতটুকু মন্দিরের রুদ্ধ দ্বারে দাড়াইয়া কোনমতে কাটিয়াছে ; এই প্রকার শারীরিক ক্লেশ সহ করা তাহার অভ্যাস নয় দেবীর ভৈরবীকে এ সকল ভোগ করিতেও হয় না, তবুও কাল তাহার বিশেষ দুঃখ ছিল না। যে বাড়ি, যে ঘর-দ্বার স্বেচ্ছায় সে তাহার হতভাগ্য পিতাকে দান করিয়া আসিয়াছে, সে-সম্বন্ধে সারাদিন আজ কোন চিস্তাই সে করে নাই । কিন্তু এখন হঠাৎ সমস্ত মন যেন তাহার একেবারে বিকল হইয়া গেল ! এই নির্জন পল্লীপ্রান্তে একাকিনী এই ভাঙা স্যাত সেঁতে গৃহের মধ্যে কি করিয়া তাহার রাত্রি কাটিবে ? নিজের আশে-পাশে চাহিয়া দেখিল । স্তিমিত দীপালোকে স্বরের ও-দিকের কোণ দুটা আবছায়া হইয়া আছে, তাহারই মাঝে মাঝে ইদুরের গৰ্ত্তগুলা যেন কালো কালে চোখ মেলিয়া রহিয়াছে, তাহাদের বুজাইতে হুইবে, মাথার উপরে চালে অসংখ্য ছিদ্র, ক্ষণেক পরে বৃষ্টি শুরু হইলে সহস্রধারে ঝরিবে, দাড়াইবার স্থানটুকু কোথাও রহিবে না, এইসব লোক ডাকাইয়া মেরামত করিতে হইবে ; কবাটের অর্গল নিরতিশয় জীর্ণ, ইহার সংস্কার সর্বাগ্রে আবগুক, দিন থাকিতে লক্ষ্য করে নাই ভাবিয়া বুকটা ছাৎ করিয়া উঠিল । এই অরক্ষিত, পরিত্যক্ত পর্ণকুটীরে—কেবল আজ নয়-দিনের পর দিন বাস করিবে সে কেমন করিয়া ? তাহার মনে পড়িল, এইমাত্র বিদায়ক্ষণে নিৰ্ম্মলের কথার উত্তরে কিছুই বলা হয় নাই, অথচ শীঘ্র আর হয়ত দেখা হইবে না । সে ভরসা দিয়া বলিয়া গেছে, নিজেকে একেবারে নিরুপায় না ভাবিতে । হয়ত সহস্ৰ কাজের মধ্যে এ-কথা তাহার মনেও থাকিৰে না। থাকিলেও, পশ্চিমের কোন একটা সুদূর সহরে বসিয়া সে সাহাষ্য ༢། ག