পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (প্রথম সম্ভার).djvu/১৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎসাহিত্য-সংগ্ৰহ অন্ত্রনয়-বিনয় করিতে যাইতেছে,—তিনি কি প্রশ্ন করিবেন, এবং সে কি উত্তর দিবে। কিন্তু এত ভাবিবার সময় নাই—কর্তা সম্মুখে বসিয়াছিলেন ; স্বরেন্দ্রনাথকে প্রশ্ন করিলেন, কি প্রয়োজন ? 最 আজ তিন দিন ধরিয়া স্বরেন্দ্র এই কথাই ভাবিতেছিল, কিন্তু এখন সব ভুলিয়া গেল, रुजिक, वांशि-श्रांशि- * ব্রজরাজ লাহিড়ী পূৰ্ব্ববঙ্গের জমিদার। মাথায় দুই-চারিগাছা চুলও পাকিয়াছে —বাতিকে নহে, ঠিক বয়সেই পাকিয়াছিল। বড়লোক, অনেককে দেখিয়াছিলেন ; তাই চটু করিয়া স্বরেন্দ্রনাথকে অনেকটা বুঝিয়া লইলেন, কহিলেন, ই বাপু, কি চাও তুমি ? কোন একটা— কি একটা ? চাকরি— বজ্ররাজবাৰু মৃদু হাসিয়া বলিলেন, আমি চাকরি দিতে পারি এ সংবাদ তোমাকে কে দিল ? পথে একজনের সহিত দেখা হইল, আমি জিজ্ঞাসা করিয়াছিলাম, সে-ই আপনার কথা— - ভাল। তোমার বাড়ি কোথায় ? পশ্চিমে । সেখানে কে আছে ?—ম্বরেন্দ্রনাথ সব কথা বলিল । তোমার পিতা কি করেন ? অবস্থাবৈগুণ্যে স্বরেন্দ্র নূতন ধাচ শিখিয়াছিল—একটু জড়াইয়া জড়াইয়া বলিল, সামান্ত চাকরি করেন। তাতে চলে না, তাই তুমি উপার্জন করিতে চাও? ई! ॥ এখানে কোথায় থাকো ? কোন নির্দিষ্ট স্থান নাই—যেখানে সেখানে । ব্ৰজবাবুর দয়া হইল। স্বরেন্দ্রনাথকে কাছে বসাইয়া তিনি বলিলেন, তুমি এখনও বালক মাত্র । , এই বয়সে বাড়ি ছাড়িয়া আসিতে বাধ্য হইয়াছ বলিয়া দুঃখ হইতেছে। আমি নিজে যদিও কোনও চাকরি দিতে পারি না, কিন্তু যাহাতে কিছু যোগাড় হয়, তার উপায় করিয়া দিতে পারি। טיפול