পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (প্রথম সম্ভার).djvu/৩৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ পশ্চিমে যাবে ? যাবো । হরিবালা কিছুক্ষণ চিস্তা করিয়া মৃদ্ধস্বরে বলিলেন, দাদা, আর কোথাও যাবে কি ? চন্দ্রনাথ হরিবালার অভিপ্রাঃ বুঝিয়া বলিল, না । ৩াহার পর অন্যমনস্কভাবে এটা ওটা নাড়িতে লাগিল । হরিবালা যে কথা বলিতে অসিয়াছিলেন, তাহ। বলিতে র্তাহার লজ্জাও করিতেছিল, সাহসও হইতেছিল না। কিন্তু কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া সাহস করিয়া বলিয়া ফেলিলেন, দাদা, তার একটা উপায় করলে না ? দুইজনের দেখা হওয়া অবধি দুইজনেই মনে মনে তাহার কথাই ভাবিতেছিল,—তাই এই সামান্ত কথাটিতে দুইজনের চক্ষেই জল আসিয়া পড়িল । চন্দ্রনাথ সামলাইয়া লইয়া অন্য দিকে মুখ ফিরাইয়া কহিল, উপায় আর কি করুব দিদি ? কাশীতে সে আছে কোথায় ? বোধ হয়, তার মায়ের কাছে আছে ! তা আছে, কিন্তু – চন্দ্রনাথ মুখপানে চাহিয়া জিজ্ঞাসা করিল, কিন্তু কি ? ঠানদিদি ক্ষণকাল মৌন থাকিয়া মৃদুকণ্ঠে কহিলেন, রাগ করো না দাদা— চন্দ্রনাথ নি:শব্দে চাহিয়া রহিল । ঠানদিদি তেমনি মুছ মিনতির স্বরে বলিলেন, কিছু টাকাকড়ি দিয়ে দাদা— আজ যেন সে একলা আছে, কিন্তু দু’দিন পরে ? চন্দ্রনাথ কথাটা বুঝিয়াও বুঝিল না, বলিল, কি দু’দিন পরে ? বড় বড় দু'ফোটা চোখের জল হরিবালা চন্দ্রনাথের সম্মুখেই মুছিয়া ফেলিলেন। বলিলেন, তার পেটে যা আছে, ভালয় ভালয় তা যদি বেঁচে-বত্তে থাকে, তা হ’লে— চন্দ্রনাথের আপাদমস্তক র্কাপিয়া উঠিল, তাড়াতাড়ি সে বলিয়া উঠিল, ঠানদিদি আজ বুঝি যষ্ঠ ? ईTी छोङ्के । আজ তা হ’লে – যাবে না মনে কচ্চ ? তাই ভাব চি । তবে তাই করে। পূজোর পর যেখানে হয় যেয়ে, এ কটা দিন বাড়িতেই ६ॉक ! 8"ל:\