পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (প্রথম সম্ভার).djvu/৪০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চন্দ্রনাথ চন্দ্রনাথ ভগ্নকণ্ঠে কহিল, অনেকক্ষণ, এরা কোথায় ? ই্য এক্স৮–ত। এরা— চন্দ্রনাথ টলিতে টলিতে উঠিয়া দাড়াইল। প্রাণপণ শক্তিতে নিজেকে সংবরণ করিয়া লইয়া জিজ্ঞাসা করিল, কবে শেষ হ’ল ? কি শেষ হ’ল ? চন্দ্রনাথ শুষ্ক-ভগ্নকণ্ঠে চীৎকার করিয়া বলিল, সরযু কবে মরেছে ঠাকুর ? ঠাকুর এবার বুঝিয়া বলিলেন, মরবে কেন, ভালই আছে ? কোথায় আছে ? কৈলাস খুড়োর বাড়িতে। সে কোথায় ? এই গলির শেষে। কাটালতলার বাড়িতে। কপাল টিপিয়া ধরিয়া চন্দ্রনাথ পুনৰ্ব্বার বসিয়া পড়িল । বহুক্ষণ চুপ করিয়া বসিয়া রহিল, তাহার পর শাস্তকণ্ঠে প্রশ্ন করিল, সে এখানে নেই কেন ? দয়াল-ঠাকুর ভাবিলেন, মন্দ নয় ; এবং মিথ্যা লজ্জিত হইবার কোন কারণ নাই ভাবিয়া সাহস সঞ্চয় করিয়া বলিলেন, আপনি যাকে বাড়িতে জায়গা দিতে পারলেন না, আমি দেব কি ক’লে ? অামারো ত পাচজনকে নিয়েই কাজ ? চন্দ্রনাথ বুঝিল, এ কথা সম্পূর্ণ সত্য। একটু ভাবিয়া বলিল, কৈলাস খুড়ার বাড়িতে কেমন ক’রে গেল ? তিনি নিজে নিয়ে গেছেন। কে তিনি ? - কাশীবাসী একজন দুঃখী ব্রাহ্মণ । সরযু তাকে আগে থেকেই চিন্ত কি ? হ্যা, খুব চিনত। র্তার বয়স কত ? বুড়া হরিদয়াল মনে মনে হাসিয়া বলিলেন, তার বয়স বোধ হয় যাট-বাষটি হবে । সরষুকে মা ব’লে ডাকেন। সেখানে আর কে আছে ? একজন দাসী, সবযু আর বিণ্ড । বিশু কে ? সরযুর ছেলে । o চন্দ্রনাথ দাড়াইয়া বলিল, যাই। do 4קסי