পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/১১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*द्र६-भांझेिडj-म{#ई জামাদের কাজ চলে যাবে। ইংরাজি বই অনেক পড়েচো বন্দন, মাসীর বাড়িতে আলোচনাও অনেক শুনেচে, সে সব ভুলতে সময় লাগবে দেখচি । বদনা কহিল, আপনি আমাকে তামাসা করচেন, আমি কিন্তু একটুও তামাসা করিনি মুখুয্যেমশাই, যা বলেচি সমস্তই সত্যি বলেচি। তা বুঝেচি। কিন্তু এ পাগলামি মাথায় এনে দিল কে ? আপনি | বলো কি ? এ মধৰ্ম্ম বুদ্ধি দিলুম তোমাকে অবশেষে নিজে আমিই ? ই, আপনি দিয়েচেন । হয়তো না জেনে, কিন্তু আপনি ছাড়া আর কেউ নয় । এইবার বিপ্রদাস নিৰ্ব্বাক বিস্ময়ে চাহিয়া রহিল । বন্দন বলিতে লাগিল, যাকে অধৰ্ম্ম বলে নিন্দে করলেন তাকে ত আমি মানিনে,-আমি জানি, ধৰ্ম্ম বলে স্বীকার করেচেন যা একমনে সে শুধু আপনার সংস্কার। অত্যন্ত দৃঢ় সংস্কার, তবু সে তার বড়ো নয় । বিপ্রদাস মাথা নাড়িয়া স্বীকার করিল, বলিল, হয়তো এ কথা তোমার সত্যি বন্দন, এ আমার সংস্কার,—মুদৃঢ় সংস্কার, কিন্তু মানুষের ধৰ্ম্ম যখন এই সংস্কারের রূপ ধরে বন্দনা, তখনি সে হয় যথার্থ, তখনি হয় সে সহজ । জীবনের কৰ্ত্তব্যে আর তখন ঠোকাঠুকি বাধে না, তাকে মানতে গিয়ে নিজের সঙ্গে লড়াই করে মরতে হয় না। তখন বুদ্ধি হয়ে আসে শাস্ত, অবাধ জলস্রোতের মতো সে সহজে বয়ে যায় । বুঝি একেই বলেছিলুম সেদিন, এ হলো বিপ্রদাসের অত্যাজ্য ধৰ্ম্ম-এর আর পরিবর্তন নেই। কোনদিনই কি এর পরিবর্তন নেই মুখুয্যেমশাই ? তাইতো আজও জানি বন্দনা। আজ ও ভাবতে পারিনে এ-জীবনে এর পরিবর্তন আছে । এতক্ষণে বন্দনার দুই চোখ বাপাকুল হইয়া উঠিল, বিপ্রদাস সযত্নে তাহার হাতখানি টানিয়া লইয়া বলিল, কিন্তু এ পরিবর্তনেরই বা দরকার কিসের ? ভালো তোমাকে বেসেচি,—রইলো তোমার সে ভালোবাসা আমার মনের মধ্যে—এখন থেকে সে দেবে তোমাকে সাত্বনা, দুৰ্ব্বলতায় বল, ভার যখন আর একাকী বইতে পারবো না তখন দেবো আমাকে ডাক । সে-ও রইলো আজ থেকে তোমার জন্তে তোলা । আসবে ত তখন ? বদন বা হাত দিয়া চোখ মুছিয়া বলিল, আসবে। যদি আসবার শক্তি থাকে,-পথ যদি থাকে তখনও খোলা, নইলে পারবো না ত আসতে মুখুয্যেমশাই! কথাটা শুনিয়া বিপ্রদাস যেন চমকিয়া গেল, বলিল, বটেই ত ! বটেই ত ! У њу