পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/১৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিপ্রদাস জনিয়া রে-সাহেবও হাসিলেন, কথাটি তাহার বড় ভালো লাগলো। খলিলেন, এত বুদ্ধি সচরাচর মেলে না মিসেস ঘোষাল। বাপের মুখে একথা গৰ্ব্বের মতো শুনতে, কিন্তু না বলেও পারিনে । বম্বন বলিল, এ প্রসঙ্গ তুমি বন্ধ করে মাস্টম, নইলে বাবাকে সামলানো যাবে মা। তুমি এক-মেয়ের দোষগুলোই দেখচোঁ কিন্তু দেখোনি যে এক-মেয়ের বাপদের মতে দাম্ভিক লোকও পৃথিবীতে কম। আমার বাবার ধারণা ওঁর মেয়ের মতে মেয়ে সংসারে আর দ্বিতীয় নেই । -- মাসী বলিলেন, সে ধারণার আমিও বড় অংশীদার বন্দনা। শাস্তি পেতে হলে আমারও পাওয়া উচিত। পিতার মুখে অনিৰ্ব্বচনীয় পরিতৃপ্তির মুছ হাসি, কহিলেন, আমি দাম্ভিক কি না জানিনে, কিন্তু জানি কম্ভ-রত্বে আমি সত্যিই সৌভাগ্যবান। এমন মেয়ে কম বাপেই পায়। বদন খলিল, বাবা, কই আজ তো তুমি একটিও সনেশ খেলে মা ? ভালো इबनि दूक् ि? সাহেব প্লেট হইতে আধখানা সন্দেশ ভাঙিয়া লইয়া মুখে দিলেন, বলিলেন, সমস্ত বুড়ীর নিজের হাতের তৈরি। এবার কলকাতা থেকে ফিরে পর্য্যন্ত ও সমস্ত খাওয়া-দাওয়া বদলে দিয়েচে । ডালনা, মুক্ত, মাছের ঝোল, দই, সন্দেশ আরও কত কি। কার কাছে শুনে এসেচে জানিনে, কিন্তু বাড়িতে মাংস প্রায় আনতে দেয় মা । বলে বাবার ওতে অস্থখ করে। দেখুন মিসেস ঘোষাল, এই সব বাঙলা খাওয়া খেয়ে মনে হয় যেন বুড়ে বয়সে আছি ভালো। বেশ যেন একটু ক্ষিদে বোধ করি। বন্দন বলিল, মাস্টীমার অভোস নেই, হয়ত কষ্ট হয় । স্বাসী এই গৃঢ় বিস্তুপ লক্ষ্য করিলেন না কহিলেন, মা—না, কষ্ট হবে কেন, এ আমার ভালোই লাগে। শুধু আবহাওয়ার চেষ্ণই ত নয়, খাবার চেঞ্জও বড় দরকার । তাই বোধ করি শরীর আমার এত শীঘ্ৰ ভালো হয়ে গেল। ভালো হয়েচে, না যাসীয়া ? নিশ্চয় হয়েটে। কোন সন্দেহ নেই। তা হলে আর কিছুদিন থাকে। আরও ভালো হোক। কিন্তু বেশিদিন থাকবার যে জো নেই বদনা। অশোক লিখেচে এ মাসের শেষেই যে পাঞ্জাবে চেঞ্জের জন্যে আসবে। তার আগে আমার তো ফিরে थाeब्रां कई । - ভোজন-পৰ্ব্ব সমাধা হইয়াছিল, সাহেব উঠি উঠি করিতেছিলেন-মাসী মনে মনে গল হইবা উঠলেন। এই প্রস্তাব উত্থাপনের পক্ষে অঙ্কুল আবহাওয়া স্থা করি לאל