পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/২১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ রমেশ । যাই । দীঃ । বাবা, আমরা তা হলে এখন আসি । রমেশ । আমুন, কিন্তু আমার প্রার্থনা যেন ভুলে যাবেন না। দীমু। না বাবা, প্রার্থনা বলচ কেন, এ তোমার দয়া । [ ছেলেদের লইয়া দীনুর প্রস্থান ] গোবিন্দ। বাবা রমেশ, আমিও এখন তাহলে আসি। সন্ধ্যে-আহ্নিক ঠাকুরের শীতল দেওয়া— রমেশ । কিন্তু গাণ্ড লীমশাই— গোবিদ। কিছু বলতে হবে না বাবা, এ আমার আপনার কাজ। তুমি না ডাকলেও আমাকে নিজে এসে সমস্ত করতে হ’তো । কাল সকালেই তোমার মামীকে পাঠিয়ে দিয়ে তবে নিশ্চিস্ত হতে পারব | ধৰ্ম্মদাস। তুই বড় বাজে বকিস্ গোবিন্দ । গোবিন্দ। কোন ভাবনা নেই রমেশ, ভাড়ার-টাড়ার যা কিছু— ধৰ্ম্মদাস । ভাড়ারের জন্যে তোর এত মাথা ব্যথা কেন বল ত ? BBB S K BBBB BBB BBB BBS BB BB BBBBSBBB দু’ভাই তোমার ডাকার অপেক্ষ রাখিনি—আপনারাই এসে উপস্থিত হয়েচি । হয়েচি কি না ? ধৰ্ম্মদাস । বলি শোন রমেশ, আমরা বেণী ঘোষাল নই, আমাদের জন্মের ঠিক আছে। 奪 রমেশ । আঃ—কি বলচেন আপনারা ? জ্যাঠাইমা অন্তরাল হইতে একটুখানি মুখ বাহির করিয়া ] জ্যাঠাইমা । ওরা আমনিই বলে রমেশ ! শিক্ষা আর সঙ্গদোষে জানেও না যে কি ওরা বললে । { গোবিন্দ ও ধৰ্ম্মদাসের দ্রুতপদে প্রস্থান ] রমেশ । জ্যাঠাইমা । জ্যাঠাইমা। হারে আমিই। বলি চিনতে পারিস ত ? [ বলিতে বলিতে তিনি সম্মুখে আসিয়া দাড়াইলেন। র্তাহার বয়স পঞ্চাশের কম নয়, কিন্তু কিছুতেই চল্লিশের বেশি বলিয়ামনে হয় না । মাথার চুলগুলি ছোট করিয়া ছাট, দুই-একগাছি কুঞ্চিত হইয়া কপালের উপর পড়িয়াছে। একদিন যে রূপের খ্যাতি এ-অঞ্চলে প্রসিদ্ধ ছিল, আজিও সেই অনিন্দসৌন্দর্ঘ্য র্তাহার নিটােল পরিপূর্ণ দেহটিকে বর্জন করিয়া দূরে যাইতে পারে নাই দেখিয়া আজও মনে হয় তাহার সকল অবয়ব যেন শিল্পীর সাধনার ধন । ] २ * ३