পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/২১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্রহ আরামই বার হয়ে যায় না বাবা, ঢের বেশি দুঃখ হুড় মুড় কোরে ঢুকে পড়ে। আমাকে বারণ করবার মতলব তুই করিসনে । তা ছাড়া তোর নিষেধ শুনবোই বা কেন ? রমেশ । তোমাকে ভুলেছিলাম জ্যাঠাইমা, তাই নিযেধ করবার স্পৰ্দ্ধা করেচি। আমার কথা তুমি শুনো না—যা তোমার ভাল মনে হবে তাই করো। ’ জ্যাঠাইমা । তাইতো করবো । রমেশ । কোরো । কত ঝড়-বাদল, কত দুর্য্যোগ তোমার মাথার ওপর দিয়ে বয়ে গেছে—দূর থেকে মাঝে মাঝে আমি তার খবর পেয়েচি। কিন্তু কিছুতেই তোমাকে বদলাতে পারেনি। তোমার অনিৰ্ব্বাণ তেজের আগুন তোমার বুকের মধ্যে তেমনি দপ-দপ করে জলচে । - জ্যাঠাইমা । তুই থাম, ছেলে-মুখে বুড়ো কথা বলিসনে –তা শোন। তোর বড়দার কাছে একবার গিয়েছিলি ? রমেশ অধোমুখে নীরব ] জ্যাঠাইমা । বাড়ি নেই বলে দেখা করেনি বুঝি ? [ রমেশ তেমনি নিরুত্তর } জ্যাঠাইমা । না-ই করুক, আর একবার যা । ( ক্ষণকাল মৌন থাকিয় ) আমি জানি রে, সে তোদের উপর প্রসন্ন নয়, কিন্তু তোর কাজ ত তোকে করা চাই ! সে বড় ভাই—তার কাছে হেট হতে তোর লজ্জা নেই। তাছাড়া এটা মাহুষের এমনি কুঃসময় বাবা, যে-কোন লোকের হাতে-পায়ে ধরে মিট্‌মাটু করে নেওয়াই মনুষ্যত্ব । লক্ষ্মী মানিক আমার—যা আর একবার। এখন হয়ত সে বাড়িতেই আছে। রমেশ । তুমি আদেশ করলেই যাব জ্যাঠাইমা । জ্যাঠাইমা । আর ঘাখ, রমাদের ওখানেও একবার যা । রমেশ । গিয়েছিলাম । জ্যাঠাইমা । গিয়েছিলি ? তোকে সে চিনতে পেরেছিল ত ? রমেশ । বোধ হয় পেরেছিল। নইলে অপমান করে বাড়ি থেকে দূৰ করে দেবে কেন ? জ্যাঠাইমা। অপমান করে দূর করে দিলে ? রমা ? রমেশ। অপমানটা বোধ করি তার তেমন মনঃপূত হয়নি। তাই বলে দিয়েচে এবার এলে দরওয়ান দিয়ে বার করে দেবে। জ্যাঠাইমা । রমা বলেচে ? এ যে নিজের কালে শুনলেও বিশ্বাস হয় মা রমেশ { রমেশ । বড়দা ছিলেন, তাকে জিজ্ঞাসা করে দেখে জ্যাঠাইমা ।