পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/২৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ঠুমা বেণী। এখন যাই, সময় মত আর একবার দেখা করব। বাইরে বোধ কfর এতক্ষণে গোবিন্দ-খুড়ে এসে বসে আছে। রুমা । আমিও এখন যাই বড়দা । [ উভয়ের প্রস্থান ) [ রমেশের প্রবেশ ] রমেশ । রাধা, রাধা ! [ দাসীর প্রবেশ ] রাধা । কেন ছোটবাবু ? রমেশ। জ্যাঠাইমা কি পূজোর ঘর থেকে বেরিয়েচেন ? তখন একটা কথা তাকে বলতে ভুলেছিলাম । রাধা । এখনো বেরোননি । ডেকে দেব ? রমেশ । না না, থাক । বিকেলে আসবো তাকে বোলো । রাধা । আচ্ছ । [ দাসীর প্রস্থান | [ দ্রুতপদে গোপাল সরকারের প্রবেশ ] রমেশ । আপনি এখানে যে ? গোপাল। অপেক্ষা করবার সময় নেই ছোটবাবু, আপনাকে চতুর্দিকে খুঁজে বেড়াচ্চি। শুনেচেন ভৈরব আচায্যির কাগু ? শুনেচেন, কি সৰ্ব্বনাশ আমাদের এসে করেচে { আমেশ । কই না । গোপাল । কৰ্ত্ত স্বগীয় হলেন, শোকে দুঃখে ভাবলাম আর না, এবারে শাস্ত হ’ব । কিন্তু হোতে দিলে না। আপনি কিন্তু আমাকে বাধা দিতে পারবেন না ছোটবাৰু, আচায্যিকে আমি শাস্তি দেবো, দেবে, দেবো ! এর প্রতিশোধ নেবো, নেবো, নেবো । আমি আজই যাচ্চি সদরে ! রমেশ । ব্যাপার কি সরকারমশাই ? আপনার মত শাস্ত মানুষে এতখানি উতলা হয়ে উঠেচেন, কি করলেন আচাযিামশাই ? গোপাল । কি করলেন ? নেমকহারাম, শয়তান । তখনি মনে হয়েছিল, যাক ওর ভিটে-মাটি বিক্রী হয়ে, আমরা এতে মাথা দেব না। কিন্তু তখনি ভয় হোলো কৰ্ত্ত হয়ত স্বর্গে থেকে দুঃখ পাবেন । জানি ত তার স্বভাব। তাই আপনাকে নিষেধ করতে পারলাম না । রমেশ । তবুও যে কিছুই বুঝলাম না সরকারমশাই ? * গোপাল । সেদিন আপনার আদেশ-মত সদরে গিয়ে ওর ডিক্রীর টাকাটা জম দিয়ে মকদ্দমার সমস্ত ব্যবস্থা স্থির কোরে এলাম, আর আজ এইমাত্র খবর পেলাম &8蕊 ه ش سایه .