পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/২৯১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামের মুমতি জাজ সে-কথাও তিনি বিশ্বত হইলেন। কিন্তু খামলাল সমস্ত ব্যাপারটা বুধিয়া গইলেন। যাহা হউক, নারায়ণী আরোগ্য হইয়া উঠিলেন। এবং সংসার আবার পূর্বের মতই চলিতে লাগিল । ९ মাস-দুই পরে একদিন নারায়ণী নদী হইতে স্নান করিয়া পূর্ণ কলদ নামাই। রাখিয়াই বলিলেন, নেতা, সে বঁাদরটা কোথায় ? বাদরটা যে কে, তাহা বাটীর সকলেই জানিত । নেত্য বলিল, ছোটবাবু এই ত ছিল— ঐ যে ওখানে ঘুড়ি তৈরী কচ্চে । নারায়ণী দেখিতে পাইয়া ডাকিলেন, ইদিকে আয় হতভাগা, ইদিকে আয় । তোর জালায় কি আমি গলায় দড়ি দিয়ে মরব ? রামলাল আধখানা বেলের ভিতর হইতে কাঠি দিয়া খুচাইয়া আঠা বাহির করিতে করিতে কাছে আসিয়া দাড়াইল । নারায়ণী বলিলেন, সাতরাদের এক-মাচা শশী-গাছ কেটে দিয়ে এসেটি কেন ? তারা আমাকে কাটতে দেখেচে ? তারা দেখেনি, আমি দেখেচি ! কেন কেটেচি বল ? আমাকে তারা অপমান করলে কেন ? নারায়ণী জ্বলিয়া উঠা বলিলেন, অপমানের কথা পরে হবে-তুই চুরি কছিলি কেন, তাই আগে বল ? রামলাল রীতিমত বিশ্বিত ও ক্রুদ্ধ হইয়া বলিল, চুধি কছিলুম ? কথখন না। এইটুকু শশা নিলে চুরি করা হয় ? নারায়ণী আরো জলিয়া উঠিয়া বলিলেন, ই বাদর। একশবার হয়। বুড়ো খাড়ি, কাকে চুরি করা বলে, ঐ কচি ছেলেটাও জানে। দাড়িয়ে থাক এক-পায়ে, পাজি, দাড়া বলচি | এ-বাড়িতে কচি থোকা গোবিন্ধ ছিল রামের বাহন। চব্বিশ ঘটাই সে কাছে पाकि उ अरः नव क८व नाशवा कब्रिउ । ब्राप्यद्र रश्य एउ 4ठक4 cन पूज़ि शब्रिह ছিল, গোলমাল শুনির সেটা ছাড়িা দিয়া মারের কাছে আসিয়া দাড়াইল। " २६e