পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/৩০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

-- শরৎসাহিত্যসংগ্ৰহ নারায়ণী আবার ডাকিলেস, ওঠ দোর খোল। : - এবারে চেচাইয়া বলিল, না খুলব না, তুমি-যাও ! তোমরা সবাই আমার শত্তৰ । আচ্ছ তাই, তুই দোর খোল। -- . . . . . . . " . ন না, না,-আমি খুলব না । সত্যই সে রাত্রে কপাট খুলিল না । হামলাল ঘরের ভিতর হইতে সমস্ত শুনিতে পাইয়াছিলেন, নারায়ণী ধরে মাসিতে বলিলেন, হয় একটা উপায় কর, না হয় যেখানে ইচ্ছা আমি চলে যাব। এত হাঙ্গামা আমার বরদাস্ত হয় না । - নারায়ণী নিরুত্তর হইয়া ভাবিতে লাগিলেন।. - তাহার পর দুই-তিন দিন কাটিয়া গেলেও যখন রামের রাশ্ন পড়িতে চাহিল ন}, তখন নারায়ণী ভিতরে ভিতরে ক্ষুব্ধ ও বিরক্ত হইয়া উঠিতে লাগিলেন। আজ , সন্ধ্যা হয়, তবুও সে ইস্কুল হইতে ফিরিল না দেখিয়া নারায়ণী উৎকণ্ঠিত ক্রোধে অধীর হইয়া উঠিতেছিলেন, এমন সময় দিগম্বরী নদী হইতে গা ধুইয়া, সংসারের সংবাদ লইয়া, রামের অমঙ্গল কামনা করিয়া, বড় মেয়ের স্বঃছাড়া মতি-বুদ্ধির অবশুম্ভাবী ফলাফল প্রতিবাসিনীদের কাছে ঘোষণা করিয়া, শোকে-তাপে অসময়ে । অল্পবয়সে নিজের মাথার চুল পাকাইবার কারণ দর্শাইয়া, নিজেকে বড় মেয়ে নারায়ণীর প্রায় সমবয়সী বলিয়া প্রচার করিয়া, ভাইয়ের সংসারে কিরূপ সৰ্ব্বময়ী ছিলেন, তাহার বিশ্বাসযোগ ইতিহাস বলিয়, ধীরে-স্বন্থে বাড়ি ফিরিতেছিলেন, এমন সময় পথিমধ্যে এক কাও শুনিয়া তিনি যেন বাতাসে উড়িতে উড়িতে বাড়ি আসিয়া পৌঁছিলেন। উঠানে পা দিয়াই উচ্চ-কণ্ঠে বলিয়া উঠিলেন, তোর গুপ্তধর দেওরের কাও শুনেচি নারাণি ? ' নারায়ণী ভয়ে বিবর্ণ হইয়া গিয়া বলিলেন, কি কাগু ? দিগম্বরী বলিলেন, থানায় গেছে। যাবেই ত। ষে বজাত ছেলে বাবা, এমনটি সাত জন্মে দেখিনি ! - , * তাহার মুখে-চাথে আল্লা যেন উইলিয়া পড়িতে লাগিল। নারায়ণী সে কথার জবাব না দিয়া ডাকিলেন, নেতা, রাম এখনো এলো না কেন, একবার ভোলাকে পাঠিয়ে দে,—খুঁজে আমুক । - 魏 - দিগম্বী বলিলেন, আমি যে শুনে এলুম। নেত্য শুনিবার আগ্রহে হা করিয়া দাড়াইল ; নারায়ণী তাড়া দিয়া উঠিলেন, দাড়িয়ে থাকলি যে ? কথা কানে গেল না বুঝি ? নেত্য ব্যস্ত হইয়। চলিয়া গেল, দিগম্বরী কণ্ঠস্বরে উদ্বেগ টানিয়া অামিয়া বলিলেন, তুমি ভিজে কাপড় ছাড় গে মা তার পরেই মা হয় বলে ‘বলিয়া তিনি অন্তর निा :शा रिौ धाई र३। १:म १:म पनि:नर्म, वान् ब्र। बुइ ज्ञान سمي 锦垫擎