পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (ষষ্ঠ সম্ভার).djvu/৩৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শরৎ-সাহিত্য-সংগ্ৰহ নতুনবে দাড়াইয়া, চোখে পড়িল। চোখাচ্যেখি হইবামাত্র সে হাত দিয়া ইসার করিয়া ডাকিল ! যজ্ঞদত্তঞ্চ স্ত্রীর নিকট পৌঁছিল। কি ? আপনাকে কিছু বলব। বেশ ত বল । নূতন বে ঢোক গিলিয়া কহিল, একদিন আপনি বলেছিলেন যদি আমার কোন দরকার হয়— যজ্ঞদত্ত। বেশ ত কি দরকার বল ? বে। বাডিতে সবাই বলাবলি কছিলেন, আমি বড় অলক্ষণ, তাই এখানে আর থাকতে ইচ্ছে করে মা । যজ্ঞদত্ত । কোথায় থাকতে চাও ? বোঁ । কলকাতায় যদি কোন ভদ্র পরিবারে স্থান পাই—আমি ত সব কাজ কত্তে পারি। যজ্ঞদত্ত । তোমার নিজের বাড়িতে যাবে ? বে। আমার নিজের বাড়ি ? সে আবার কোথায় ? তারা কি আর থাকতে দেবেন ? যজ্ঞদত্ত হাত দিয়া স্ত্রীর মুখ তুলিয়া ধরিয়া কহিল, আমার বাড়িতে যাবে ? বে। যাব। ఖీ যজ্ঞদত্ত। স্বরমা তোমার জন্ত বড় ব্যস্ত হয়েচে । স্বরমার কথায় তাহার মুখ প্রফুল্প হইয়া উঠিল—ঠাকুরবি আমায় মনে করেন ? যজ্ঞদত্ত । করেন বই কি । বে। তবে নিয়ে চলুন। জগতে একরকমের লোক আছে, তাহারা পরের সম্বন্ধে মতামত প্রকাশ করিবার বুদ্ধি কিছুতেই খুজিয়া পায় না, কিন্তু এমন একটা সহজ বুদ্ধি রাখে যে তাহার উপর নিভর করিয়া নিজের সম্বন্ধে অপরের পরামর্শ মোটেই প্রয়োজন বোধ করে না। নূতন বৌটি এই শ্রেণীর। সে নিজের কথা নিজেই ভাবে-পরকে জিজ্ঞাসা করে না। ভাবিয়া কহিল, আপনাদের অকল্যাণ করবার বড় ভয় আমার, কিন্তু থাকি বা কোথায় ? না হয়, আমি নীচেই থাকব, সব কাজ-কৰ্ম্ম করতে নীচে থাকাই সুবিধের । যজ্ঞ । উপরে কি তোমার থাকবার ঘর নেই ? আছে, কিন্তু নীচের ঘরেই বেশ থাকবো । w tు