পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (সপ্তম সম্ভার).djvu/২৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ध्वंब्र६-जांश्छिा-जरGयंझ् অন্নপূর্ণ বলিলেন, তা হোক বড়লোক, কিন্তু তোর সব কাজেই একটু বাড়াবাড়ি আছে । বিন্দু মুখ তুলিয়া বলিল, কি বলতে এসেচ তাই বল না দিদি, এখন আমার সময় নেই । - তোমার সময় আর কখন থাকে ছোটবোঁ । বলিয়া তিনি রাগ করিয়া চলিয়া গেলেন । - * ভৈরব অমূল্যকে ডাকিয়া আনিতে গিয়াছিল। সে ঘণ্টা-খানেক পরে খুজিয়া আনিল । বিন্দু জিজ্ঞাসা করিল, কোথা ছিলি এতক্ষণ ? অমূল্য চুপ করিয়া রহিল। ভৈরব বলিল, ও-পাড়ায় চাষাদের সঙ্গে ডাং-গুলি খেলছিল। এই খেলাটায় বিন্দুর বড় ভয় ছিল, তাই নিষেধ করিয়া দিয়াছিল ; বলিল, ডাংগুলি খেলতে তোকে মানা করিচি না ? অমূল্য ভয়ে নীলবর্ণ হইয়া বলিল, আমি দাড়িয়েছিলুম, তারা জোর করে অামাকে— জোর করে তোমাকে ? আচ্ছা, এখন যাও, তার পর হবে । বলিয়া তাহার পোষাক পরাইতে লাগিল । মাপ-দুই পূৰ্ব্বে অমূল্যর পৈতা হইয়াছিল ; সে নেড়া মাথায় জরির টুপি পরিতে ভয়ঙ্কর আপত্তি করিল। কিন্তু বিন্দু ছাড়িবার লোক নয়, সে জোর করিয়া পরাইয়া দিল। অমূল্য নেড়-মাথায় জরির টুপি পরিয়া দাড়াইয়া কাদিতে লাগিল । মাধব ঘরে ঢুকিতে ঢুকিতে বলিলেন, আর ওর কত দেরি হবে গো ? পরক্ষণেই অমূল্যর দিকে দৃষ্টি পড়িলে হাসিয়া উঠিয়া বলিলেন, বাং—এই যে মথুরার কৃষ্ণচন্দ্র রাজা হয়েছেন। অমূল্য লজ্জার টুপিটা ফেলিয়া দিয়া খাটের উপর গিয়া উপুড় হইয়া পড়িল । বিন্দু রাগিয়া উঠিল। বলিল, একে ছেলেমানুষ কাদচে, তার উপর তুমি— মাধব গষ্ঠীর হইয়া বলিলেন, কাদিসনে অমূল্য ওঠ লোকে পাগল বলে ত আমার বলবে, তুই আয়। 嚴 ঠিক এই কথাটাই ইতিপূৰ্ব্বে আর একদিন হইয়া গিয়াছিল এবং বিন্দু তাহাতে অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছিল। সেই কথাটার পুনরাবৃত্তিতে সে হাড়ে হাড়ে জলিয়া গিয়া ኟግቈ