পাতা:শরৎ সাহিত্য সংগ্রহ (সপ্তম সম্ভার).djvu/৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

शृझमांझ् অথচ যে প্রসঙ্গ বন্ধ হইয়া গেল, তাহাকে অশিক্ষিত সাধারণ স্ত্রীলোকের মত গায়ে পড়িয়া আন্দোলন করায় যে লজ্জা এবং ইতরতা আছে, তাহাও তাহার দ্বারা সম্পূর্ণ অসম্ভব। সে শুধু কল্পনায় স্বামীকে প্রতিপক্ষ দাড করাইয়া, জালাময়ী প্রশ্নোত্তরমালায় নিজেকে ক্ষতবিক্ষত করিয়া গভীর রাত্রি পর্য্যন্ত বিনিদ্র থাকিয়া, শয্যায় ছট্‌ফট্‌ করিতে লাগিল । একটু বেলায় ঘুম ভাঙিয়া অচলা ধড়মড় করিয়া বাহিরে আসিয়া দেখিল, যন্থ কেতলি হাতে করিয়া রান্না-ঘরে চলিয়াছে । ডাকিয়া জিজ্ঞাসা করিল, বাৰু কিছু বলে গেছেন যছ ? যদু কহিল, এক প্রহর বেলার মধ্যেই ফিরে আসবেন বলে গেছেন । মহিম প্রত্যহ প্রত্যুষে উঠিয়া নিজের ক্ষেতখামার দেখিতে যাইত। ফিরিয়া আসিতে কোনদিন দ্বিপ্রহর অতীত হইয়া যাইত । অচলা প্রশ্ন করিল, নতুনবাবু উঠেচেন ? যদু কাহল, উঠেচেন বৈ কি ? তিনিই ত চা তৈরি করতে বলে দিলেন । অচলা তাড়াতাড়ি হাত-মুখ ধুইয়া, কাপড় ছাড়িয়া বাহিরে আসিয়া দেখিল, স্বরেশ বহুক্ষণ পূর্বেই প্রস্তুত হইয়া ঘরের সমস্ত জানালা খুলিয়া দিয়া, খোলা দরজার স্বমুখে একখানা চেয়ার টানিয়া লইয়। কালকের সেই বইখান পড়িতেছে। অচলায় পদশকে মুরেশ বই হইতে মুখ তুলিয়া চাহিল। অচলার মুখের উপর রাত্ৰিজাগরণের সমস্ত চিহ্ন দেদীপ্যমান ! চোখের নীচে কালি পড়িয়াছে, গণ্ড পাংশু, ওষ্ঠ মলিন— সে যত দেখিতে লাগিল তত তাহার দুই চক্ষু ঈর্ষর আগুনে দগ্ধ হইতে লাগিল ; কিন্তু কিছুতেই দৃষ্টি আর ফিরাইতে পারিল না। তাহার চাহনির ভঙ্গিতে অচলা বিস্মিত হইল, কিন্তু অর্থ বুঝিতে পারিল না ; কহিল, কখন উঠলেন ? আমার উঠতে আজ দেরি হয়ে গেল । তাই ত দেখচি, বলিয়া মুরেশ ধীরে ধীরে মাথা নাড়িল স্বমুখের দেওয়ালের গায়ে বহুদিনের একটা পুরাতন বড় আরসি টাঙান ছিল, ঠিক সেই সময়েই অচলার দৃষ্ট তাহার উপরে পড়ায়, মুরেশের চাহনির অর্থ এক মুহূর্তেই তাহার কাছে পরিস্ফুট হইয়া উঠিল এবং নিজের শ্রহীনতার লজ্জায় যেন সে একেবারে মরিয়া গেল। এই মুখখানা কেমন করিয়া লুকাইবে, কোথায় লুকাইবে, স্কুরেশের মিথ্যা ধারণার কি করিয়া প্রতিবাদ করিবে—কিছুই ভাবিয়া না পাইয়া সে দ্রুতবেগে বাহির হইয়া গেল—বলিতে বলিতে গেল, যাই আপনার চা নিয়ে আসি গে । স্বরেশ কোন কথা বলিল না, শুধু একটা প্রচণ্ড দীর্ঘশ্বাস ফেলিয়া শূন্ত দৃষ্টিতে শূন্যের পানে চাহিয়া স্তব্ধ হইয়া বসিয়া রহিল । w ۹ د-۹