পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o >ヘ○ >8 Ꮌ☾ >Sめ Sq br సిన ২০ o ২ [ v } হইও না ক্লান্ত তুমি অনুযোগে তার। নিজ প্রিয় পুত্রে করে যেমন পিতার, তদ্রুপ ঈশ্বর প্রেম করেন যাহার, প্রদান করেন শাস্তি তিনিই তাহার। যে জন প্রজ্ঞায় পায় সেই ধন্য হয়, আর ধন্য সেই জন বুদ্ধি যে লভয়। ৰূপার বাণিজ্য চেয়ে বাণিজ্য তাহার যেহেতুক ভাল হয়, জেনে মনে সার, সুবৰ্ণ অপেক্ষা তার লাভ শ্রেষ্ঠ আর । ] মুক্ত হইতেও তাহা বহুমূল্য হয়, কোন ইষ্ট বস্তু তার সমতুল্য নয় । তাহার দক্ষিণ হস্ত দীর্ঘায়ুর স্থান, বাম হস্তে রহে তার, সম্পত্তি সম্মান । পথ তার মনোরম, মার্গ শান্তিময়, তাহার আশ্রয় যারা গ্রহণ করয়, তাদের নিকটে প্রাণদাতা বৃক্ষ প্রায়, আর সেই ধন্য যেই অবলম্বে তায় । সদ প্রভুইত প্রজ্ঞ দ্বারায় আপন, করিলেন পৃথিবীর মূলের স্থাপন, আকাশ মণ্ডলে তার বুদ্ধিতে গঠন। র্তার জ্ঞানে জলনিধি হুৈল উদঘাটিত, আকাশ হইতে হিম হইল পতিত। দৃষ্টিপথভ্রষ্ট নাহি হৌক এ সকল,