পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ર૧ । S २ ॥ 8 | (? | ৬ । ケ | [ లి ] দক্ষিণে কি বামে নাহি বিপথে যাইবে, মন্দ হৈতে চরণেরে নিবৃত্ত করিবে । ৫ অধ্যায় । প্রজ্ঞাপ্রতি অবধান কর হে কুমার, কর্ণপাত কর আর বুদ্ধিতে আমার। তাহাতে রক্ষিবা পরিণাম-দরশন, পালিব আপন ওষ্ঠে জ্ঞানের বচন । পরকীয় ওষ্ঠ হৈতে মৌচাকের মত, ফোটায় ফোটায় মধু ক্ষরে অবিরত, আর তৈল অপেক্ষাও সুচিক্কণ হয় তালুক তাহার, তায় নাহিক সংশয়। নগদান প্রায় তিক্ত তার শেষগতি, দ্বিধার খড়গের ন্যায় তীক্ষ হয় আতি । তাহার চরণ সদা মৃত্যুতে নাময়, চরণ-বিক্ষেপ তার পাতালে পড়য় । বিবেচিতে জীবনের পথ অসম্মত, চঞ্চলচরণ সেই জ্ঞান বিবৰ্জ্জিত মম বাক্য শুন তাই, আহে বৎসগণ, বজিয়া যেয়ে না মোর মুখের বচন । যে স্ত্রী হৈতে দূরে রাখ পথ আপনার, গৃহদ্বার নিকটেও যেয়ে না তাহার। গেলে তব তেজ দত্ত হবে অন্য জনে, R