পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>の >> >? >\。 S8 > ) No > グ న [ ১৪ ] আয়ু দত্ত হবে দয়াশুন্য রিপুগণে । বিদেশিরা তুষ্ট হবে ধনেতে তোমার, তব শ্রম-ফলে পূর্ণ হবে অন্যাগার। মাংস দেহ ক্ষয় তব যখন পাইবে, শেষে তুমি অনুতাপ করিয়া কহিবে। কেন হিত উপদেশ ঘৃণিলাম হায় ! তুচ্ছিল কেন বা মন, হায়, ভৎসনায় ! গুরুজন কথা কেন নাহি মানিলাম, শিক্ষকগণের বাক্যে কান না দিলাম ? সমাজের মধ্যে আর মণ্ডলী মাঝারে, পড়িলু বিপদে আমি সকল প্রকারে। পান কর জল জলাশয়ে আপনার, নিজকুপ স্রোতোজল পান কর আর। বিস্তৃত বাহিরে কেন উনুই হইবে ? তব জলস্রোত কেন চকেতে যাইবে ? কেবল হউক তাহ কেবল তোমার, ন হোক তোমার আর অপর জনগর। হউক হউক ধন্য তব প্রস্রবণ, তুষ্ট হও যৌবনের ভাৰ্য্যাতে আপন। প্রেমিক হরিণী প্রায় হোক সে কামিনী, বাতপ্রমী ন্যায় আর মানসহারিণী। আপ্যায়িত গুণে তার থাকহ সতত, প্রেমেতে তাহার তুমি নিত্য থাক রত।