পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২০ R> ২২

I ( ) হে পুত্র। কুলটা কেন হরে তব মন ? বিজাতীয়বক্ষ কেন কর আলিঙ্গন ? মানবের পথ হয় প্রভু দৃষ্টিতলে, বিচারেন তিনি তার গমন সকলে । আপনার অপরাধে দৃষ্ট পড়ে ধরা, বদ্ধ হয় পাপৰূপ নিজ রজ্জ দ্বারা। বাহুল্য ভ্রমেতে ভ্রান্ত হইয়া সে জন, বিনা উপদেশে ত্যাগ করয়ে জীবন। ৬ অধ্যায় । হে পুত্র। প্রতিভূ হৈলে বন্ধুর আপন, কোরে থাক পরকাজে যদি হস্তাপণ। আপনার বাক্য ফঁাদে আপনি পড়িলা, নিজের মুখের বাক্যে ঘৃত যে হইলা । তাই, পুত্র । এই কৰ্ম্ম করহ এখন ; হস্তগত হইয়াছ বন্ধুর আপিন । কর যাতে হয় তব প্রাণের উদ্ধার ; গিয়া সাধ প্ৰণিপাতে বন্ধুকে তোমার। তোমার চক্ষুকে নাহি দিবে ঘুমাইতে, অর্ণখির পাতায় আর মুদ্রিত হইতে । ব্যাধ হস্ত হৈতে মৃগ পলায় যেমন, সেই ৰূপ আপনিও কর পলায়ন । কিম্বা পক্ষি সম জালিকের হস্ত হৈতে,