পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X o X > [ SS ] ৭ অধ্যায়। হে বৎস, পালন কর অামার বচন, অজ্ঞা মম মনে তব কর সঙ্গোপন । পালি মম আজ্ঞ কর জীবন ধারণ, অণখি তারা সম কর ব্যবস্থা রক্ষণ । তব অঙ্গুলিতে তাহী করহ বন্ধন, হৃং পটে লিখ তাহা করিয়া যতন । প্রজ্ঞায় বলহ, “তুমি ভগিনী আমার” সুবিবেচনারে বল, “জ্ঞাতি আপনার।’ বারাঙ্গণ প্রিয়বাদী বেশ্য ছলনায়, তাহাতে তাহার রক্ষা করিবে তোমায়। বাতায়ন খড় খড়ি দিয়া নিরীক্ষণ, করিতেছিলাম আমি গৃহেতে আপন । পড়িলে আমার দৃষ্টি অজ্ঞান মণ্ডলে, দেখিন্থ নিৰ্ব্বোধ যুব এক যুবদলে । বেশ্যার গৃহের কোনে সে পথ বহিয়া, বাটীর পথেতে তার যাইল চলিয়। তখন সন্ধ্যার কাল দিবা অবসানে, রজনীর আরম্ভন অন্ধকার সনে । চতুরা রমণী এক বেশ্য বেশ তার, পরেতে মিলিল আসি সঙ্গেতে যুবার। কলহকারিণী আর অবাধ্য সে হয়, গৃহ অভ্যন্তরে তার চরণ না রয়।