পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

રાઉ ২৩ २१ ২৮ Rふ S) ৩২ ○Nう [ ર8 ] নাহি ছিল গিরি মাত্র অথবা ভূধর। পৃথ্বীক্ষেত্ৰ জগতস্থ কণা মৃত্তিকার, হয়নি যখন, জন্ম তখন আমার ! যে কালে স্থাপিলা প্রভু আকাশ মণ্ডলে, বর্তমান আছিলাম আমি সেই স্থলে। যে সময়ে করি তিনি বাহুর বিস্তার, নিলেন সমুদ্রপরে মাপ চক্রাকার। উৰ্দ্ধস্থিত মেঘ সব করিলা স্থাপন, করিলা গভীর স্থানে উলুই পূরণ। সমুদ্র যে সীমা নারে করিতে লঙ্ঘন, সেই সীমা করিলেন যবে নিৰূপণ। তার যবে পৃথিবীর মূলের স্থাপন, সঙ্গে তার কৰ্ম্মকারী ছিলাম তখন । আনন্দদায়িনী ৰূপে সম্মুখে তাহার, প্রতিদিন নিত্য ছিনু আহলাদে অপার। ফিরিতাম ভূমণ্ডল আমোদে মোহিত, আনন্দের ক্রীড়া ছিল মানব সহিত । বচন এখন মোর শুন পুত্ৰগণ, সেই ধন্যপথ মম যে করে গ্রহণ । হও জ্ঞানী উপদেশ করিয়া শ্রবণ, ব্রীতশ্রদ্ধ না হইও তাহে কদাচন। শুনিয়া আমার কথা জাগ্রৎ যে রয় প্রতিদিন দ্বারে মম, সেই ধন্য হয়।