পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ ર? ] মানব পাইলে মোরে পায় সে জীবন, পরমেশ পাশে হয় কৃপার ভাজন । আমার বিরুদ্ধে হয় পাপে রত যেই, আপনার প্রাণ হিংসা করে জেনে সেই । মনেতে করয়ে ঘৃণা আমায় যাহারা, অবশ্যই ভাল বাসে মৃত্যুকে তাহার ৯ অধ্যায় । নিৰ্ম্মাণ করিয়া প্রজ্ঞা গৃহ আপনার, খুদিল সুন্দরবাপে সপ্ত স্তম্ভ তার। পশু মারি দ্রাক্ষারস প্রস্তুত করিল, এৰূপে আপন ভোজ সেই সাজাইল । নগরের উচ্চস্থানে পাঠায়ে কিঙ্করী, কহিতে লাগিল সবে নিমন্ত্রণ করি । হে অজ্ঞান, হে নিৰ্ব্বোধ, এস এই স্থানে ভোজ্য মোর খাও, তৃপ্ত দ্রাক্ষরল পানে। অজ্ঞানের সঙ্গ ছাড়ি রক্ষহ জীবন, সুবিবেচনার পথে করহ গমন। নিন্দকে যে শিক্ষা দেয়, লজ্জা পায় সেই, কলঙ্ক তাহার ঘটে ষ্টে ভৎসে যেই। নিন্দককে অনুযোগ কভু না করিবে, যদ্যপি করই তুমি, সে তোমা ঘৃণিবে। No o