পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ○ X8 [ २७ ] অনুযোগ কর তুমি বরম জ্ঞানীজনে, তোমাকে করিবে প্রেম তাহাতে সে জনে । জ্ঞানবানে উপদেশ করিলে প্রদান, সে জন হইবে ক্রমে আরো জ্ঞানবান । সাধুজনে শিক্ষা দিলে জগনিবে নিশ্চয়, পাণ্ডিত্যের বৃদ্ধি তার ক্রমশই হয়। প্রজ্ঞার আরম্ভ হয় ঐশ্বরীয় ভয়, ধৰ্ম্মজ্ঞান সেই যারে সুবিবেক কয়। কেনন। আমার দ্বার বাড়িবে বিস্তর, পরমায়ু আর তব আয়ুর বৎসর। পাও যদি জ্ঞান, তার ভুঞ্জিবে সুফল, নিন্দক হইলে দণ্ড পাইবে কেবল । কলহকারিণী হয় অজ্ঞান যে নারী, বিবেক বঞ্চিত। আর বুদ্ধিহীন ভারী। নগরের উচ্চস্থান করিয়া মনন, কিম্বা বসে গৃহদ্বারে পাতিয়া আসন। সরল পথিকে ডাকি করে সম্ভাষণ, হে অজ্ঞান ! এই স্থানে কর আগমন । আর ইহা বলি সেই নিৰ্ব্বোধেরে কয়, চৌর্য্য জল মিষ্ট, স্বাদু গুপ্ত অন্ন হয়। কিন্তু প্রেত বিরাজিছে সদা তার ঘরে, বুঝে না অতিথি যায় পাতাল ভিতরে।