পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ २१ ] ১০ অধ্যায় । জ্ঞানীপুত্ৰ জনকের আনন্দজনক, মুখ পুত্ৰ জননীর যন্ত্রণাদায়ক। দৃষ্টতায় প্রাপ্ত ধনে নাহি ফলোদয়, বিনাশ হইতে ধৰ্ম্ম দ্বার ত্রাণ হয়। ধাৰ্ম্মিক জনের প্রাণে, পরম ঈশ্বর, হইতে না দেন কভু ক্ষুধায় কাতর। ধাৰ্ম্মিকেরে দেন প্রভু সতত মঙ্গল, কিন্তু দুষ্টদের পথ করেন বিফল । শিথিল হস্তেতে কৰ্ম্ম করে যেই জন, তার পক্ষে দরিদ্রত ঘটে অনুক্ষণ । যার হস্তে শীঘ্র হয় কৰ্ম্ম সমাধান, তাহাকে তাহার হস্ত করে ধনবান। যেই জন গ্রীষ্মকালে করয়ে সঞ্চয়, বুদ্ধিমান পুত্র সেই নাহিক সংশয়। শস্য কাটনের কালে নিদ্রিত যে থাকে, লজ্জাকর পুত্ৰ সবে বলয়ে তাহাকে। আশীৰ্ব্বাদ বর্তে তারে, ধাৰ্ম্মিক যে জন, দেীরাত্ম্যে আচ্ছন্ন থাকে ষ্টের বদন। স্মরণীয় ধাৰ্ম্মিকের নাম ধন্যময়, দৃষ্টদের নাম কিন্তু সদা জীর্ণ হয়। জ্ঞানবা লোকে আজ্ঞা করেন গ্রহণ, পতিত অজ্ঞান হয়, বাচাল যে জন ।