পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>の XX > R >ご 28 >○ >こう No > ア >న L Rbア 」 নিৰ্ভয়ে সরলগামী করেন গমন, বক্রগামী শাস্তি পায়, নাহিক মোচন । দুঃখ দেয় যেই করে অণথিতে ইঙ্গিত, অজ্ঞান বাচাল কিন্তু হইবে পতিত । ধাৰ্ম্মিকের মুখ হয় জীবন নিবার, দেীরাত্ম্যে আচ্ছন্ন থাকে ষ্টের অধর। দ্বেষ দ্বারা বিবাদের হয় উৎপাদন, প্রেমে কিন্তু দোষ যত করে আচ্ছাদন । জ্ঞানিদের ওষ্ঠাধর আশ্রয় প্রজ্ঞার, অজ্ঞানের পৃষ্ঠ হয়, দণ্ডের আধার। জ্ঞানবাগণে করে জ্ঞানের সঞ্চয়, অজ্ঞানের মুখ কিন্তু বিনাশ আলয়। ধন হয় ধনীদের স্বচ্ছ নগর, দরিদ্র তা দরিদ্রের বিনাশ সোসর। ধৰ্ম্মিকের শ্রম হয় জীবনজনক, দুষ্টদের উপস্বত্ব কলুষ কারক। হিত উপদেশ মান্য করে যেই জন, জীবনের পথে সেই করয় ভ্রমণ । যেই জন অনুযোগ না করে মানন, অবশ্য ভ্রান্তিবিশিষ্ট হয় সেই জন । দ্বেষ আচ্ছাদনকারী মিথ্যাবাদী হয়, পর অপবাদকারী অজ্ঞান নিশ্চয়। বহুবাক্যে দোষ ঘটে, জানি একারণ,