পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ご> ৩২ [. Jరి 1 ধাৰ্ম্মিকের মুখে হর প্রজ্ঞ নিঃসরণ, বক্রবাদীর জিহাকে করয়ে ছেদন । ধাৰ্ম্মিকের ওষ্ঠাধর প্রীতিকর হয়, দুষ্টদের মুখে হয় বক্র ভাবোদয়। ১১ অধ্যায় { ঈশ্বর করেন ঘৃণা কৃত্রিম নিক্তিতে, র্তাহর সন্তোষ আছে যথার্থ ঢকেতে। গর্বের সহিত দেখ আইসে তাচ্ছল্য, নম্রশীলাহ হয় প্রজ্ঞার বাহুল্য। সরলে সুপথে লয় তাদের সাধুতা, ধূৰ্বদিগে নষ্ট করে তাদের খলতা । নিরর্থক হয় ধন ক্রোধের দিনেতে, কিন্তু ধৰ্ম্ম রক্ষা করে নিধন হইতে । সাধুর ধৰ্ম্ম তাহার পথ যম করে, দুষ্টেরা দুষ্টত দ্বারা অবশ্যই মরে। সরলদিগে তাদের ধৰ্ম্মে ত্রাণ করে, কুটিলের তাহদের লোভে ধরা পড়ে। দুষ্ট মরিলে তাহার নষ্ট হয় আশ, বলবানদের হয় বিনষ্ট ভরসা। ধাৰ্ম্মিক উদ্ধার পর সন্তাপ হইতে, ' পরে দুষ্ট যায়, দেখ, তাহার স্থানেতে । কপটি মুখের দোষে বন্ধুকে বিগড়ে,