পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>デ Σ. δ) ২০ ミ>

২৩ ર 8 २¢ ২৩ २१ [ ৩২ ] মিথ্যা শ্রম করে মাত্র অধৰ্ম্ম কেবল, ধৰ্ম্মবীজ বপকের হয় সত্য ফল । যেমন জীবন লাভ করয়ে ধৰ্ম্মেতে, সেই ৰূপ মৃত্যু লাভ ঘটে ছষ্টতাতে। যে কোন জনের হয় আসরল মন, প্রভুর ঘৃণার পাত্র হয় সেই জন । সরল পথেতে হয় যাহারা প্রবিষ্ট, ঈশ্বর তাদের প্রতি হুয়েন সন্তুষ্ট । পুরুষানুক্রমে পাপী দণ্ড না এড়াবে, ধাৰ্ম্মিকগণের বংশ রক্ষা যে পাইবে। শূকরের নাকে যেন শোভে স্বর্ণ নথ, সুবিচারহীন নারী সুন্দরী সে মত। ধাৰ্ম্মিকেরা উত্তমের আকাঙ্ক্ষিত হন, ক্রোধের অপেক্ষ করে যত দুষ্টগণ । কেহ দান করিয়াও বৃদ্ধি করে আয়, কেহ ন্যায় ব্যয় ত্যজি দরিদ্রত পায়। দানশীল প্রাণী মাত্রে পরিতৃপ্ত রয়, যে জন সেচয়ে জল জলে সিক্ত হয়। আটক করিয়া শস্য যেই জন রাখে, করয়ে অভিসম্পাত লোকেরা তাহাকে কিন্তু যেই জন শস্য করেন বিক্রয়, তাহার মস্তকে সদা আশীৰ্ব্বাদ রয়। যে জন হিত কৰ্ম্মের থাকেন চেষ্টায়,