পাতা:শলোমনের হিতোপদেশ.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミbr રજ ○> [ ৩৩ ] সেই জন অনুগ্রহ অবশ্যই পায়। কিন্তু যেই জন করে অনিষ্ট কল্পনা, ঘটিবে তাহার প্রতি অনিষ্ট ঘটনা। যে জন নির্ভর করে আপনার ধনে, সেই জন হইবেন পতিত বিধানে । কিন্তু ধাৰ্ম্মিকের হয় কার সহ তুল্য, পল্লবের ন্যায় হয় সতত প্রফুল । যে জন স্বজনে দেয় কষ্ট্রের সঞ্চার, সেই জন বায়ুৰূপ পায় অধিকার । আর দেখ, সেই জন হয় জ্ঞানহীন, পণ্ডিতের দাস্য কৰ্ম্মে থাকে সে অধীন। অমৃত বৃক্ষেতে হয় যে ফল উৎপন্ন, ধৰ্ম্মজ্ঞের সেই ফল, নহে কিছু ভিন্ন । যে জন প্রবৃত্তি দিয়া পরের আত্মাকে, সৎপথে লৈয়ে যায়, জ্ঞানী বলি তাকে । ধাৰ্ম্মিকের প্রতিফল পায় এ জগতে, তবে দুষ্ট পাপীগণ এড়াবে কি মতে ? ১২ অধ্যায় । উপদেশে অনুরাগ প্রকাশে যে কেহ, জ্ঞান ও সে ভাল বাসে নাহিক সন্দেহ। যেই জন অনুযোগ করে অবহেলা, পশুবৎ এক জন তীরে বায় বলা ।